ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

রেকর্ড চতুর্থবারের মতো বসুন্ধরা কিংস চ্যাম্পিয়ন

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫২, ২৬ মে ২০২৩   আপডেট: ২০:১৩, ২৬ মে ২০২৩
রেকর্ড চতুর্থবারের মতো বসুন্ধরা কিংস চ্যাম্পিয়ন

বাংলাদেশের ফুটবল ইতিহাসে একমাত্র দল হিসেবে টানা চতুর্থবার লিগ চ্যাম্পিয়ন হলো বসুন্ধরা কিংস। আজ লিগ পর্বে নিজেদের ১৭তম ম্যাচে শেখ রাসেল ক্রীড়া চক্রকে ৬-৪ গোলে হারিয়ে টানা চতুর্থবারের মতো প্রিমিয়ার লিগের শিরোপা জিতে নেয় অস্কার ব্রজেনের শিষ্যরা। ১৭ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে ২০২২-২৩ মৌসুমের শিরোপা নিশ্চিত করলো কিংস।

কিংসের বড় জয়ে একাই চার গোল করেছেন দোরিয়েলতন গোমেজ (৬, ৫০, ৫৬ ও ৭৬ মিনিটে)। বাকি দুটি গোল করেছেন রবসন রোবিনহো (৪৫+৩ মি.) ও শেখ মোরসালিন (৪৫+৪ মি.)। শেখ রাসেলের হয়ে মোহাম্মদ সুজন বিশ্বাস (২৬ মি.), দীপক রায় (৩৮) ও কেনেথ ৬৯ ও ৯০ মিনিট গোল শোধ দেন।

এদিন দিনের অপর ম্যাচে মুখোমুখি হয় আবাহনী ও মোহামেডান। এই ম্যাচে অবশ্য কেউ জেতেনি। ১-১ গোলের সমতা নিয়ে শেষ হয় ম্যাচটি। ১৭ ম্যাচ থেকে ৩৪ পয়েন্ট নিয়ে আবাহনী আছে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে। আর ১৬ ম্যাচ থেকে ২৩ পয়েন্ট নিয়ে মোহামেডান আছে তৃতীয় স্থানে।

আগামী ৩০ মে ফেডারেশন কাপের ফাইনারে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী দল দুটি।

ঢাকা/আমিনুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়