ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

এশিয়া কাপের ফাইনালে অক্ষরকে পাচ্ছে না ভারত

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৬, ১৭ সেপ্টেম্বর ২০২৩  
এশিয়া কাপের ফাইনালে অক্ষরকে পাচ্ছে না ভারত

এশিয়া কাপের ফাইনাল থেকে ছিটকে গেছেন ভারতীয় অলরাউন্ডার অক্ষর প্যাটেল। সুপার ফোরে বাংলাদেশের বিপক্ষে চোটে পড়ায় শিরোপা নির্ধারণী ম্যাচে খেলতে পারবেন না এই স্পিনিং অলরাউন্ডার। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এক বিবৃতিতে অক্ষরের ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। 

অক্ষরের জায়গায় ভারতের স্কোয়াডে নেওয়া হয়েছে আরেক স্পিন বোলিং অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরকে। অক্ষর ফাইনাল থেকে ছিটকে যাওয়ার আগেই অবশ্য সতর্কতা হিসেবে সুন্দরকে উড়িয়ে এনেছিল ভারত।

আরো পড়ুন:

বিবৃতিতে বিসিসিআই জানিয়েছে, ‘বাংলাদেশের বিপক্ষে পাওয়া ঊরুর চোটের কারণে অক্ষর প্যাটেল শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপের ফাইনাল থেকে ছিটকে গেছেন। নির্বাচক কমিটি তার বদলি হিসেবে ওয়াশিংটন সুন্দরকে দলে নিয়েছে। এই অলরাউন্ডার কলম্বোতে দলের সঙ্গে যোগ দিয়েছেন।’

গত শুক্রবার বাংলাদেশের বিপক্ষে ম্যাচে কয়েকবার আঘাত পান অক্ষর। আঘাত পাওয়ার পরও ব্যাটিং চালিয়ে যান এই বাঁহাতি অলরাউন্ডার। সেদিন ব্যাটিংয়ের সময় ডাইভ দিয়ে কবজিতে ব্যথা পাওয়ার পর বাউন্ডারি থেকে তাওহীদ হৃদয়ের লম্বা থ্রো এসে লাগে অক্ষরের হাতে। 

ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছিল, তাঁর হাতে কোনো চিড় ধরা পড়েনি। তবে বিশ্বকাপের আগে এই অলরাউন্ডারকে নিয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে চায় না ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়