ঢাকা     বৃহস্পতিবার   ০৯ মে ২০২৪ ||  বৈশাখ ২৬ ১৪৩১

২০ মাস পর ভারত দলে ফিরলেন অশ্বিন

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৪, ১৮ সেপ্টেম্বর ২০২৩  
২০ মাস পর ভারত দলে ফিরলেন অশ্বিন

বিশ্বকাপের আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলবে ভারত। এই সিরিজকে সামনে রেখে আজ সোমবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই)। ২০ মাস পর দলে জায়গা পেয়েছেন রবীচন্দ্রন অশ্বিন। আছেন ওয়াশিংটন সুন্দরও।

অজিদের বিপক্ষে প্রথম দুই ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে রোহিত শর্মা, বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া ও কুলদীপ যাদবদের। রোহিতের অবর্তমানে ভারত দলকে নেতৃত্ব দিবেন লোকেশ রাহুল।

তৃতীয় ওয়ানডেতে সেই দলটিকে খেলানো হবে যেটা বিশ্বকাপে ভারতের হয়ে খেলবে।

অশ্বিন সবশেষ ২০ মাস আগে খেলেছিলেন ওয়ানডে। এশিয়া কাপের ফাইনালে ইনজুরিতে পড়া অক্ষর প্যাটেলের জায়গায় এসেছেন তিনি। স্পিন বিশেষজ্ঞ সাইরাজ বাহুতুলের তত্ত্বাবধানে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট একাডেমিতে নিবিড় অনুশীলনে ছিলেন অশ্বিন। ভারত যখন শ্রীলঙ্কায় এশিয়া কাপ খেলছিল তখন তিনি নিজেকে প্রস্তুত করেছেন।

২২ সেপ্টেম্বর থেকে শুরু হবে ভারত-অস্ট্রেলিয়ার এই সিরিজ।

প্রথম দুই ওয়ানডেতে ভারতের স্কোয়াড:
লোকেশ রাহুল (অধিনায়ক), রবীন্দ্র জাদেজা (সহ-অধিনায়ক), শুভমান গিল, রুতুরাজ গায়কোয়াড়, শ্রেয়াস আইয়ার, ইশান কিশান, সূর্যকুমার যাদব, শার্দুল ঠাকুর, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, মোহাম্মদ শামি, তিলক ভার্মা, প্রসিদ্ধ কৃষ্ণা, রবীচন্দ্রন অশ্বিন ও ওয়াশিংটন সুন্দর।

তৃতীয় ওয়ানডেতে ভারতের স্কোয়াড:
রোহিত শর্মা (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), শুভমান গিল, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, ইশান কিশান, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, মোহাম্মদ শামি, বিরাট কোহলি, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল (ফিটনেস সাপেক্ষে), রবীচন্দ্রন অশ্বিন ও ওয়াশিংটন সুন্দর।

ঢাকা/আমিনুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়