ঢাকা     শনিবার   ০৬ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সাউদির নেতৃত্বে বাংলাদেশ সফরে নিউ জিল্যান্ডের দল ঘোষণা

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:০৮, ৬ নভেম্বর ২০২৩  
সাউদির নেতৃত্বে বাংলাদেশ সফরে নিউ জিল্যান্ডের দল ঘোষণা

বিশ্বকাপের পরেই দুই টেস্টের সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে নিউ জিল্যান্ড। টিম সাউদির নেতৃত্বে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভূক্ত সিরিজটির দল ঘোষণা করেছে নিউ জিল্যান্ড ক্রিকেট। 

সোমবার (০৬ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বার্তায় দল ঘোষণা করা হয়। ২৮ নভেম্বর সিলেটে হবে প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ ম্যাচ হবে ৬ ডিসেম্বর, মিরপুর শের-ই-বাংলায়।

আরো পড়ুন:

ইনজুরি সমস্যায় বিশ্বকাপের বেশিরভাগ ম্যাচে একাদশের বাইরে ছিলেন কেন উইলিয়ামসন। তিনি দলে থাকলেও নেতৃত্ব দেবেন সাউদি। এ ছাড়া বিশ্বকাপে নজর কাড়া রাচিন রবীন্দ্রও আসবেন বাংলাদেশে।

বিশ্বকাপের আগে সবশেষ ওয়ানডে সিরিজে খর্বশক্তির দল নিয়ে বাংলাদেশে খেলতে এসেছিল কিউইরা। টেস্ট আসতেই দেখা গেলো ব্যতিক্রম। পূর্ণ শক্তির দল নিয়েই সাকিব আল হাসানদের বিপক্ষে সাদা পোশাকে লড়বে নিউ জিল্যান্ড। 

বাংলাদেশ সফরে নিউজিল্যান্ড টেস্ট দল:
টিম সাউদি (অধিনায়ক), টম ব্লান্ডেল, ডেভন কনওয়ে, ম্যাট হেনরি, কাইল জেমিসন, টম ল্যাথাম, ড্যারেল মিচেল, হেনরি নিকলস, এজাজ প্যাটেল, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, ইশ সোধি, কেইন উইলিয়ামসন ও উইল ইয়াং।

রিয়াদ/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়