ঢাকা     মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

প্রশংসায় ভাসছেন ‘ফিনিশার’ রিঙ্কু সিং

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১০, ২৭ নভেম্বর ২০২৩   আপডেট: ১২:১৩, ২৭ নভেম্বর ২০২৩
প্রশংসায় ভাসছেন ‘ফিনিশার’ রিঙ্কু সিং

অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে নিজের জাত চেনাচ্ছেন ভারতীয় তরুণ ব্যাটার রিঙ্কু সিং। ফিনিশার রূপে ম্যাচের গতিপথ বদলে দিচ্ছেন এই তরুণ। দ্বিতীয় টি-টোয়েন্টিতেও আগ্রাসী ব্যাটিংয়ে সবার মন জয় করে নেওয়া ‘ফিনিশার’ রিঙ্কু ভাসছেন প্রশংসায়। 

রোববার (২৬ নভেম্বর) তিরুবনন্তপুরমের গ্রিনফিল্ড ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাঁচ নম্বরে নেমে স্রেফ টর্নেডো বইয়ে দিয়েছেন রিঙ্কু। মাত্র ৯ বলে ৪টি চার ও ২ ছক্কায় ৩৪৪.৪৪ স্ট্রাইক রেটে ৩১ রানের দুর্দান্ত ক্যামিও ইনিংসে ভারতের রান পৌছে দেন ২৩৫-এর ঘরে। 

আরো পড়ুন:

রিঙ্কুর এমন ইনিংসের পর সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তার প্রশংসায় মত্ত ভারতীয়রা। রিঙ্কুর একটি ছক্কার ভিডিও শেয়ার করে একজন লিখেছেন, ‘রিঙ্কু সিং আসলেই একজন জাত ফিনিশার। এখানেই দেখুন কি পরিষ্কার আর পরিচ্ছন্ন তার খেলা। অসাধারণ খেলেছেন।’ আরেকজন লেখেন, ‘রিঙ্কু সিং আমাদের শিরোপার আক্ষেপ ঘুচাবে।’

এর আগে প্রথম ম্যাচেও মাহেন্দ্র সিং ধোনির স্টাইল ছক্কা হাঁকিয়ে ম্যাচ শেষ করেন রিঙ্কু। যদিও আইসিসির নিয়মের কারণে সেই ছক্কা কাউন্ট করা হয়নি। সেই ম্যাচে ১৪ বলে ৪টি চারের সাহায্যে অপরাজিত ২২ রান করেন এই বাঁহাতি। এখন পর্যন্ত টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৪টি ইনিংসে ব্যাট করে প্রতি ইনিংসেই স্ট্রাইক রেট ২০০’র উপরে রেখে করেছেন ১২৮ রান। তিনবার ছিলেন অপরাজিত। 

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও ডেথ ওভারে রিঙ্কুর পরিসংখ্যান তার ফিনিশার পরিচয়টা আরও জোরালো করলো। চার ইনিংসে ১২৮ রানের মধ্যে ডেথ ওভারে এই ব্যাটারের ব্যাট থেকে এসেছে ২৪৬.৩৪ স্ট্রাইক রেটে ১০১ রান। এর মধ্যে বাউন্ডারি মেরেছেন ৮টি, ওভার বাউন্ডারি ৯টি।

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়