ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের বাংলাদেশ দল ঘোষণা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪১, ৩ ডিসেম্বর ২০২৩   আপডেট: ১৮:৪৪, ৩ ডিসেম্বর ২০২৩
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের বাংলাদেশ দল ঘোষণা

সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ২০২৩ সালের আসরকে সামনে রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মাহফুজুর রহমান রাব্বিকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। দলে স্টান্ড বাই হিসেবে রয়েছেন তিন ক্রিকেটার।

আজ রোববার (৩ ডিসেম্বর) এক অফিসিয়াল বিবৃতিতে দল ঘোষণা করেছে বিসিবি। দলে রয়েছেন নিয়মিত দলের সবাই। আসরে অংশগ্রহণের লক্ষ্যে আগামী বুধবার (৬ ডিসেম্বর) সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে রওনা হবে রাব্বির দল।

আরো পড়ুন:

এবারের আসরে বাংলাদেশ খেলবে ‘বি’ গ্রুপে। এই গ্রুপে টাইগারদের সঙ্গী স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত, শ্রীলঙ্কা ও জাপান। আসরে বাংলাদেশের প্রথম ম্যাচ ৯ ডিসেম্বর। সেদিন সকাল সাড়ে নয়টায় আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে যুবারা। 

পরের ম্যাচে ১১ ডিসেম্বর সকাল সাড়ে নয়টায় জাপানের মুখোমুখি হবে বাংলাদেশ। শেষ ম্যাচে ১৩ ডিসেম্বর শ্রীলঙ্কার যুবাদের মোকাবেলা করবে লাল সবুজের প্রতিনিধিরা। বাংলাদেশ যদি সেমিফাইনালে ওঠে সেক্ষেত্রে ১৫ ডিসেম্বর মাঠে নামবে তারা। ফাইনালে পৌছাতে পারলে ১৭ ডিসেম্বর শিরোপা নির্ধারণী লড়াইয়ে লড়বে যুবারা।  

বাংলাদেশ দল: মোহাম্মদ আশিকুর রহমান শিবলি, জিসান আলম, চৌধুরি মোহাম্মদ রিজওয়ান, আদিল বিন সিদ্দিক, মোহাম্মদ আশরাফুজ্জামান বরণ্য, আরিফুল ইসলাম, শিহাব জেমস, আহরার আমিন, শেখ পারভেজ জীবন, মাহফুজুর রহমান রাব্বি (অধিনায়ক), মোহাম্মদ রাফি উজ্জামান রাফি, রহমত দৌলা বর্ষণ, ইকবাল হাসান ইমন, ওয়াসি সিদ্দিক ও মারুফ মৃধা।

স্টান্ড বাই: রিজান হোসেন, নাঈম আহমেদ ও জিহাদুল হক জিহাদ। 

ঢাকা/বিজয়

সর্বশেষ

পাঠকপ্রিয়