ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জয়ের সেঞ্চুরিতে ম্যাচ জিতল ইস্ট জোন

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৭, ২৬ ডিসেম্বর ২০২৩  
জয়ের সেঞ্চুরিতে ম্যাচ জিতল ইস্ট জোন

মাহমুদুল হাসান জয়ের সেঞ্চুরিতে বিপিএল ওয়ানডে ভার্সনে প্রথম জয় পেল বিসিবি ইস্ট জোন। মঙ্গলবার তারা ৬২ রানে হারিয়েছে বিসিবি নর্থ জোনকে। 

কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের গ্রাউন্ড-২ এদিন আগে ব্যাটিং করতে নেমে বিসিবি ইস্ট জোন সবকটি উইকেট হারিয়ে ৪৯.২ ওভারে ২৭৯ রান করে। জবাবে নর্থ জোন গুটিয়ে যায় ২১৭ রানে। ইস্ট জোনের জয়ের নায়ক জয় ১২৮ বলে ১১ চার ও ১ ছক্কায় ১১২ রান করেন। দলের ইনিংস একাই টেনেছেন এই টপ অর্ডার ব্যাটসম্যান। জয়ের পর দ্বিতীয় সর্বোচ্চ ৩০ রান করেন আরেক ওপেনার পারভেজ হোসেন ইমন। এছাড়া মুমিনুল হক ২৫ এবং অধিনায়ক ইরফান শুক্কুর ২৯ রান করেন।

আরো পড়ুন:

ইনিংসের ষষ্ঠ ওভারে ব্যাটিংয়ে নেমে ৪৯তম ওভার পর্যন্ত টিকে ছিলেন জয়। ৮৭.৫০ স্ট্রাইক রেটে সাজানো সেঞ্চুরির ইনিংসটি খেলতে ১৮৫ মিনিট ক্রিজে ছিলেন। দলের অন্যান্য ব্যাটসম্যানরা যখন আসা-যাওয়ার মিছিলে ছিলেন তখন দেয়াল হয়ে দাঁড়িয়ে একা লড়ে যান। বিসিবি নর্থ জোনের হয়ে বল হাতে ২টি করে উইকেট নেন নাহিদ রানা, নাহিদুল ইসলাম ও তাইবুর রহমান।

লক্ষ্য তাড়ায় বিসিবি নর্থের হয়ে কেউ ইনিংস বড় করতে পারেননি। তিনজন ভালো শুরুর পরও হাল ছেড়ে দেন। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান আব্দুল্লাহ আল মামুন ৪০ রান করে আউট হন। উইকেটরক্ষক প্রীতম কুমার করেন দলের হয়ে সর্বোচ্চ ৪৬ রান। অধিনায়ক আকবর আলী শেষে হাল ধরলেও ৩৮ রানের বেশি করতে পারেননি। তাতে কোনো মতে দুই’শ করে বড় ব্যবধানে পরাজয়ের তিক্ত স্বাদ পেতে হয় নর্থ জোনকে। ৪০.৫ ওভারে তারা গুটিয়ে যায় ২১৭ রানে।

ইস্ট জোনের সেরা বোলার পেসার রেজাউর রহমান রাজা। ৭.৫ ওভারে ৪৪ রানে ৩ উইকেট নেন তিনি। এছাড়া ২টি করে উইকেট পেয়েছেন সৈয়দ খালেদ আহমেদ, নাসুম আহমেদ ও নাঈম হাসান। ২ ম্যাচে ১ জয়ে ২ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে আছে ইস্ট জোন। শীর্ষে থাকা নর্থ জোন ২ ম্যাচে ২টিতেই জিতেছে। ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা।

ইয়াসিন/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়