ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নতুন নির্বাচক খুঁজছে ভারত

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৯, ১৫ জানুয়ারি ২০২৪  
নতুন নির্বাচক খুঁজছে ভারত

অজিত আগারকারের নেতৃত্বে ভালোই করছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের (বিসিসিআই) নির্বাচক প্যানেল। তাদের সময়ে ভারত এশিয়া কাপ জিতেছে। ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে রানার্স-আপ হয়েছে।

তবে আজ সোমবার হঠাৎ করে নতুন নির্বাচক চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিসিসিআই। আগ্রহী প্রার্থীদের ২৫ জানুয়ারির মধ্যে আবেদন করতে বলা হয়েছে। যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে কমপক্ষে সাতটি টেস্ট, ৩০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলার অভিজ্ঞতা অথবা ১০টি ওয়ানডে ও ২০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলার অভিজ্ঞতা।

আরো পড়ুন:

জানা গেছে, আগারকারের নেতৃত্বাধীন নির্বাচক প্যানেলে উত্তরাঞ্চল থেকে কোনো নির্বাচক নেই। বিসিসিআই’র গঠনতন্ত্র অনুযায়ী পাঁচ অঞ্চল (উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম ও মধ্যাঞ্চল) থেকে পাঁচজন নির্বাচক থাকবেন। বর্তমানে পশ্চিমাঞ্চল থেকে আছেন দুইজন- আগারকার ও সলিল আনকোলা। পূর্বাঞ্চল থেকে আছেন শিভ সুন্দর দাস। দক্ষিণাঞ্চল থেকে আছেন শ্রীধরণ শরৎ এবং মধ্যাঞ্চল থেকে সুব্রত ব্যানার্জী। উত্তরাঞ্চল থেকে কেউ নেই। এই অঞ্চলের জন্যই নির্বাচক খুঁজছে বিসিসিআই।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়