ঢাকা     শনিবার   ০৯ নভেম্বর ২০২৪ ||  কার্তিক ২৫ ১৪৩১

লিভারপুল ঝড়ে উড়ে গেল চেলসি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪১, ১ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ১০:৪২, ১ ফেব্রুয়ারি ২০২৪
লিভারপুল ঝড়ে উড়ে গেল চেলসি

দিনকে দিন আরও ধারালো হয়ে উঠেছে লিভারপুল। একের পর এক ম্যাচ জয়ে রাঙিয়ে চলছে ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট দলটি। এবার চেলসিকেও উড়িয়ে দিল জার্গেন ক্লপের শিষ্যরা। লিগের ম্যাচে আক্রমণের ঝড় তুলে চেলসিকে ৪-১ ব্যবধানে হারিয়ে শীর্ষস্থান আরও মজবুত করলো লিভারপুল। 

বুধবার (৩১ জানুয়ারি) রাতে ঘরের মাঠ অ্যানফিল্ডে ম্যাচের ২২তম মিনিটে এগিয়ে যায় লিভারপুল। কনর ব্র্যাডলি নিজেদের বল ধরে এগিয়ে বক্সের সামনে পাস বাড়ান দিয়েগো জোটাকে। প্রতিপক্ষের দুই খেলোয়াড়ের মাঝ দিয়ে এগিয়ে কাছ থেকে বাকি কাজটা সারেন পর্তুগিজ ফরোয়ার্ড।

গোল পেয়ে আরু আত্মবিশ্বাসী হয়ে ওঠে লিভারপুল। তাতে ৩৯তম মিনিটে আবারও এগিয়ে যায় তারা। ব্যবধান দ্বিগুণ করেন ব্যাডলি। লুইস দিয়াজের পাস ধরে বক্সে ঢুকে ডান পায়ের শটে দূরের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে নেন ২০ বছর বয়সী ডিফেন্ডার। ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় লিভারপুল।

আরো পড়ুন:

দ্বিতীয়ার্ধেও আধিপত্য ধরে রেখে খেলতে থাকে লিভারপুল। ৬৫তম মিনিটে আবারও এগিয়ে যায় তারা। নিজেদের অর্ধ থেকে ভার্জিল ফন ডাইকের উঁচু করে বাড়ানো বল ধরে ডান দিক দিয়ে এগিয়ে ব্র্যাডলি ক্রস দেন বক্সে, আর হেডে গোলটি করেন হাঙ্গেরিয়ান মিডফিল্ডার ডোমিনিক সোবোসলাই।

লিভারপুলের ঝড়ের মাঝে ৭১তম মিনিটে ব্যবধান কমান এনকুনকু। সতীর্থের পাস বক্সে পেয়ে দুই ডিফেন্ডারের বাধা এড়িয়ে নিচু শটে গোলটি করেন ফরাসি ফরোয়ার্ড। ৭৯তম মিনিটে চেলসির কফিনে শেষ পেরেক ঠুকে দেন দিয়াজ। আর তাতেই জয় নিয়ে মাঠ ছাড়ে ক্লপের শিষ্যরা।

এই জয়ে ২২ ম্যাচে ১৫ জয় ৬ ড্রয়ে লিভারপুলের পয়েন্ট হলো ৫১।  ৪৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে ম্যানচেস্টার সিটি। অবশ্য তারা একটি ম্যাচ কম খেলেছে। ২২ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে তিনে আছে আর্সেনাল। টটেনহ্যাম হটস্পার ৪৩ পয়েন্ট নিয়ে চার নম্বরে। সমান পয়েন্ট নিয়ে পাঁচে আছে অ্যাস্টন ভিলা। চেলসি ৩১ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে আছে।

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়