ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাংলাদেশ সফরের আগে স্পিন বোলিং কোচ নিয়োগ দিলো শ্রীলঙ্কা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৫, ৫ ফেব্রুয়ারি ২০২৪  
বাংলাদেশ সফরের আগে স্পিন বোলিং কোচ নিয়োগ দিলো শ্রীলঙ্কা

মার্চে টি-টোয়েন্টি, ওয়ানডে ও টেস্টের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কা। এই সফরকে সামনে রেখে স্পিন বোলিং কোচ নিয়োগ দিয়েছে লঙ্কানরা। দুই বছরের চুক্তিতে শ্রীলঙ্কার বোলিং কোচ হয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক প্রথম শ্রেণির ক্রিকেটার ক্রেইগ হাওয়ার্ড। তিনি অবশ্য বাংলাদেশ সফরের আগে আফগানিস্তানের বিপক্ষের ওয়ানডে সিরিজেও কাজ করবেন।

৪৯ বছর বয়সী এই কোচের চুক্তির মেয়াদ ১ ফেব্রুয়ারি ২০২৪ থেকে কার্যকর হবে। আর শুক্রবার থেকে আফগানিস্তানের বিপক্ষে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজ থেকেই কাজ শুরু করবেন।

আরো পড়ুন:

এর আগে তিনি নিউ জিল্যান্ড নারী ক্রিকেট দলের বোলিং কোচ ছিলেন। বোলিং কোচ ছিলেন ভিক্টোরিয়ান পুরুষ প্রথম শ্রেণির ক্রিকেট দলেরও। লেভেল-৩ সনদধারী এই কোচের রয়েছে ১২ বছরের কোচিং ক্যারিয়ার। এ সময়ে তিনি ক্রিকেট অস্ট্রেলিয়ার কনসালট্যান্ট কোচও ছিলেন। দায়িত্ব পালন করেছেন অস্ট্রেলিয়া ‘এ’ দল, ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ এবং নারী-পুরুষ অনূর্ধ্ব-১৯ দলেরও।

২০১১ থেকে ২০১৫ সময়কালে তিনি সাউথ অস্ট্রেলিয়ান রেডব্যাকস ও অ্যাডিলেড স্ট্রাইকার্সের স্পিন বোলিং কোচের দায়িত্বও পালন করেছেন।

খেলোয়াড়ি জীবনে ১৬টি প্রথম শ্রেণির ম্যাচে ৪২ উইকেট শিকার করেন এ লেগ স্পিনার।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়