ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পাকিস্তান সফর বাদ দিয়ে আইপিএল খেলবেন নিউ জিল্যান্ডের ক্রিকেটাররা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৯, ২৬ ফেব্রুয়ারি ২০২৪  
পাকিস্তান সফর বাদ দিয়ে আইপিএল খেলবেন নিউ জিল্যান্ডের ক্রিকেটাররা

বিশ্বকাপের আগে এপ্রিলে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান সফর করবে নিউ জিল্যান্ড। কিন্তু এই সফরে না যাওয়ার সম্ভাবনা রয়েছে তাদের ৮ তারকা ক্রিকেটারের। তারা পাকিস্তান সফরের পরিবর্তে আইপিএলে খেলার জন্য অনাপত্তিপত্র নেওয়ার চেষ্টা করবেন।

এই তালিকায় আছেন ডেভন কনওয়ে (চেন্নাই সুপার কিংস), ড্যারিল মিচেল (সিএসকে), রাচিন রবীন্দ্র (সিএসকে), মিচেল স্যান্টনার (সিএসকে), কেন উইলিয়ামসন (গুজরাট টাইটান্স), লোকি ফার্গুসন (রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু), ট্রেন্ট বোল্ট (রাজস্থান রয়্যালস) ও গ্লেন ফিলিপস (সানরাইজার্স হায়দরাবাদ)।

আরো পড়ুন:

তবে স্থানীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে- ৮ জনের সবাইকে হয়তো অনাপত্তিপত্র দেওয়া হবে না আইপিএল খেলবে। এদের মধ্যে উইলিয়ামসন, ড্যারিল মিচেল, ফার্গুসন, রাচিন ও ট্রেন্ট বোল্ট পেতে পারেন আইপিএল খেলার অনুমতি। বাকিদের হয়তো যেতে হবে পাকিস্তান সফরে। আর সফর শেষ করে যোগ দিতে পারবেন আইপিএলে।

কিউইদের পাকিস্তান সফর হবে ১৪ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত। অন্যদিকে আইপিএল শুরু হবে ২২ মার্চ থেকে। চলবে ২৬ মে পর্যন্ত।

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়