ঢাকা     শনিবার   ১৪ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩১

বিপিএল নিয়ে হাথুরুসিংহের সমালোচনার জবাবে মুশফিকের ‘বাউন্সার’

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৮, ২৯ ফেব্রুয়ারি ২০২৪  
বিপিএল নিয়ে হাথুরুসিংহের সমালোচনার জবাবে মুশফিকের ‘বাউন্সার’

সম্প্রতি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মান নিয়ে প্রশ্ন তুলে কড়া সমালোচনা করেছেন বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। ইএসপিএন ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে হাথুরুসিংহে বিপিএলের মান নিয়ে প্রশ্ন তুলেছেন। কোনো রাখঢাক না রেখেই ক্ষোভ উগড়ে দিয়েছেন এই লঙ্কান কোচ। সাফ বলে দিয়েছেন, বিপিএল তার কাছে সার্কাস ব্যতীত কিছু মনে হয় না। বিপিএল দেখানো চ্যানেল সামনে চলে এলে তিনি টিভিই বন্ধ করে দেন!

হাথুরুসিংহে বলেছেন, ‘বাংলাদেশের ক্রিকেটাররা টি-টোয়েন্টি ক্রিকেট খেলে বিশ্বমানের হচ্ছে কি না?’ এমন প্রশ্নের জবাবে। হাথুরুসিংহে বলেছেন, ‘আমাদের যথাযথ মানের কোনো টি-টোয়েন্টি টুর্নামেন্ট নেই। এটা শুনতে অদ্ভূত লাগবে। তবে বিপিএল যখন দেখি, মাঝেমধ্যে টিভি বন্ধ করে দেই। কিছু খেলোয়াড় তো কোনো মানেরই নয়।’

বিপিএলের মান নিয়ে হাথুরুসিংহের এমন মন্তব‌্য ভালোভাবে নেয়নি কেউই। এজন‌্য প্রবল সমালোচিত হচ্ছেন। হাথুরুসিংহের এমন মন্তব‌্যের সঙ্গে একমত নন মুশফিকুর রহিম। উন্নতির অনেক জায়গা দেখলেও মুশফিকুর রহিম বিপিএলের বিশাল ক্যানভাসকে সবার সামনে নিয়ে এলেন। ক্রিকেটারদের আয়ের জন‌্য এই প্রতিযোগিতার বিকল্প নেই বলে দাবি মুশফিকের।

আরো পড়ুন:

এ প্রসঙ্গে এই ক্রিকেটার বলেন, ‘সবকিছুর আগে, বিপিএল না হলে, সত্যি কথা, আমাদের সংসার চালানো কষ্ট হয়ে যাবে। এটা ভাই আমার পুরো মোদ্দাকথা। বিপিএলে যে পারিশ্রমিক একজন ক্রিকেটার পায়, এটা নিয়েই… জাতীয় দলে কেউ যদি দুই-তিন বছর খেলে এবং সর্বোচ্চ পর্যায়ের পারিশ্রমিক হয়, তাহলে হয়তো (ওই পরিমাণ) আয় করতে পারবে। অ্যাজ সিম্পল অ্যাজ ইট। তো এটার মান এত খারাপ হবে, এটা কোন দিক দিয়ে আপনি মনে করেন…! কোনো ক্রিকেটারই চাইবে না এখানে খারাপ খেলে পরের বছর অবিক্রিত থেকে বাইরে বসে টিভিতে খেলা দেখতে।’

বিপিএলের মান আগের থেকে ভালো হচ্ছে দাবি মুশফিকের। দেশের একমাত্র ফ্রাঞ্চাইজি প্রতিযোগিতাকে খাটো করে দেখার সুযোগ নেই। বরং উন্নতির জায়গাগুলো নিশ্চিত হতে চান তিনি, ‘এটার মান যদি বলুন, অবশ্যই অনেক উঁচু। হ্যাঁ, এটা বলতে পারেন যে, অনেক সময় ১-২টা পিচ একটু এদিক-সেদিক হতে পারে, যে কোনো কারণে রান করাটা কঠিন হয়ে যায়।’

‘তবে এই বছর আগের চেয়ে অনেক ভালো ছিল পিচ। এজন্য খেলার মানও অনেক বেড়েছে আগের তুলনায়। যারা বলছে (মান খারাপ), তারা কোন মর্মে বলেছেন, তাদেরই জিজ্ঞেস করবেন। তবে আমার কাছে জানতে চাইলে বিপিএলের মান বলুন আর যাই বলুন, সবকিছু উন্নত হচ্ছে।’-আরও যোগ করেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।

ঢাকা/ইয়াসিন/বিজয়


সর্বশেষ

পাঠকপ্রিয়