ঢাকা     শনিবার   ০৪ মে ২০২৪ ||  বৈশাখ ২১ ১৪৩১

ব্রাজিলের স্বপ্ন ভেঙে যুক্তরাষ্ট্র চ্যাম্পিয়ন

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১১, ১১ মার্চ ২০২৪  
ব্রাজিলের স্বপ্ন ভেঙে যুক্তরাষ্ট্র চ্যাম্পিয়ন

প্রথমবারের মতো আয়োজিত কনকাকাফ ডব্লিউ গোল্ডকাপের ফাইনালে উঠেছিল ব্রাজিল। স্বপ্ন দেখছিল প্রথম আসরের চ্যাম্পিয়ন হয়ে ইতিহাসে নাম লেখানোর। কিন্তু তাদের সেই স্বপ্ন ভেঙে চ্যাম্পিয়ন হয়েছে আয়োজক মার্কিন যুক্তরাষ্ট্র।

বাংলাদেশ সময় আজ সোমবার (১১ মার্চ) সকালে ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোর স্ন্যাপড্রাগন স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে যুক্তরাষ্ট্র।

ম্যাচের প্রথমার্ধের যোগ করা সময়ে (৪৫+১) যুক্তরাষ্ট্রের লিন্ডসে হোরান হেডে গোল করে এগিয়ে নেন দলকে। বাকি সময়ে ব্রাজিল আর এই গোলটি শোধ দিতে পারেনি। তাতে শিরোপাও জেতা হয়নি।

এ নিয়ে চতুর্থবারের মতো কোনো টুর্নামেন্টের ফাইনালে ব্রাজিলের মুখোমুখি হয়েছিল যুক্তরাষ্ট্র। প্রতিবারই জিতলো তারা। এর আগে ২০০৪ ও ২০০৮ অলিম্পিকের ফাইনালেও ব্রাজিলকে হারিয়েছিল যুক্তরাষ্ট্রের মেয়েরা।

এদিন ফাইনাল দেখতে রেকর্ড ৩১ হাজার ৫২৮ জন দর্শক মাঠে হাজির হয়েছিল। যা কনকাকাফের মেয়েদের কোনো ম্যাচে সর্বোচ্চ।

ব্রাজিল এবারের আসরে আগের সবগুলো ম্যাচেই জিতেছিল। কিন্তু ফাইনালে এসে হেরে গেল। অন্যদিকে যুক্তরাষ্ট্র গ্রুপপর্বে মেক্সিকোর কাছে হেরেছিল। এরপর ঘুরে দাঁড়িয়ে একেবারে শিরোপা জিতে নিলো।

অবশ্য চ্যাম্পিয়ন ও রানার্স-আপ হওয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ব্রাজিল ২০২৪ প্যারিস অলিম্পিকেও জায়গা করে নিয়েছে।

ঢাকা/আমিনুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়