ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আইসিসির ফেব্রুয়ারি মাসের সেরা জয়সওয়াল

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৯, ১২ মার্চ ২০২৪   আপডেট: ১৯:০৫, ১২ মার্চ ২০২৪
আইসিসির ফেব্রুয়ারি মাসের সেরা জয়সওয়াল

জশস্বী জয়সওয়ালকে ধরা হয় ভারতীয় ক্রিকেটের আগামী দিনের তারকা। দিনকে দিন নিজেকে প্রমাণ করে যাচ্ছেন এই প্রতিভাবান তরুণ। ফলাফলও পেলেন হাতেনাতে। আইসিসির ফেব্রুয়ারি মাসের সেরা ক্রিকেটারের মুকুট জিতেছেন জয়সওয়াল। 

আজ মঙ্গলবার (১২ মার্চ) গত মাসের সেরা পুরুষ ও নারী ক্রিকেটারের নাম ঘোষণা করে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। এই লড়াইয়ে জয়ওয়ালের প্রতিদ্বন্দ্বী ছিলেন বেশ কঠিন। তবে তারুণ্যের কাছে হার মেনেছেন নিউ জিল্যান্ডের কেন উইলিয়ামসন ও শ্রীলঙ্কার পাথুম নিশাঙ্কা।

আরো পড়ুন:

ফেব্রুয়ারি মাসে তিনটি টেস্তে খেলেন জয়সওয়াল। প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড। তিন টেস্টে ১১২ গড়ে ৫৬০ রান করেন ২২ বছরের জয়সওয়াল। সেঞ্চুরি করেন দুটি। বিশাখাপত্তনম ও রাজকোট টেস্টে তার ডাবল সেঞ্চুরিতে ভর করেই মূলত ইংলিশদের হারায় ভারত। সিরিজটিও ভারত জিতে নেয় ৪-১ ব্যবধানে।

বিশাখাপত্তনমে দ্বিতীয় টেস্টে জয়সওয়াল খেলেন ২০৯ রানের ইনিংস। পরের ম্যাচে রাজকোট উপহার দেন অপরাজিত ২১৪ রানের ইনিংস। এই ইনিংস খেলার পথে ১২টি ছক্কা মেরে টেস্টের এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ডে বসেন ওয়াসিম আকরামের পাশে।

বিনোদ কাম্বলি ও বিরাট কোহলির পর ভারতের তৃতীয় ক্রিকেটার হিসেবে টানা দুই টেস্টে ডাবল সেঞ্চুরি করেন জয়সওয়াল। আর কাম্বলি ও স্যার ডন ব্র্যাডম্যানের পর কম বয়সে টেস্টে একাধিকবার দুইশ ছোঁয়ার কীর্তিও গড়েন তিনি।

আইসিসির স্বীকৃতি জয়সওয়াল নিজের অনুভুতি জানিয়ে বলেন, ‘প্রথমবারের মতো আইসিসির এই পুরস্কার জিতে আমি খুব খুশি। আশা রাখি সামনে আরও অনেকবার এ উপলক্ষ্য আসবে। জীবনে প্রথম ৫ ম্যাচের সিরিজ খেলতে নেমে সতীর্থদের কাছ থেকে পাওয়া অভিজ্ঞতা ছিল দারুণ।’

এদিকে নারীদের বিভাগে ফেব্রুয়ারি মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন অস্ট্রেলিয়ার অ্যানাবেল সাদারল্যান্ড। পার্থে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অনবদ্য নৈপুণ্য দেখান তিনি। নারীদের টেস্ট ইতিহাসের দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়েন সাদারল্যান্ড।

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়