ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আবাহনীর হয়েও ব্যর্থ লিটন, ১৯ বলে ৫ রানে বোল্ড

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৪, ১৭ মার্চ ২০২৪   আপডেট: ১৪:০৫, ১৭ মার্চ ২০২৪
আবাহনীর হয়েও ব্যর্থ লিটন, ১৯ বলে ৫ রানে বোল্ড

শ্রীলঙ্কার বিপক্ষে টানা দুই ওয়ানডেতে শূন্যরানের পর সিরিজ নির্ধারণী ম্যাচের আগে বাদ পড়েন লিটন দাস। তার পরিবর্তে নেওয়া হয় জাকের আলী অনিককে। চট্টগ্রাম থেকে লিটন ফিরে বিশ্রাম করেননি, নেমে পড়েন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে।

কিন্তু ঐতিহ্যবাহী আবাহনী ক্লাবের হয়ে খেলতে নেমে লিটন ৫ রানের বেশি করতে পারেননি। শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে তিনে নেমে এই উইকেটরক্ষক ব্যাটার ১৯ বল খেলেন এই রান করে আরফাত সানির ঘূর্ণিতে বোল্ড হয়ে ফেরেন সাজঘরে।

আরো পড়ুন:

বিকেএসপির তিন নম্বর মাঠে আগে ব্যাটিং করে শাইনপুকুর মাত্র ১৬৯ রানে অলআউট হয়। তাড়া করতে নেমে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৯ ওভারে ২ উইকেটে ৮০ রান করেছে আকাশি-নীল জার্সিধারীরা। নাঈম শেখ ৫৩ ও মাহমুদুল হাসান জয় ৫ রানে ব্যাট করছেন।

রিয়াদ/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়