ঢাকা     মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ওয়ানডে ও টি-টোয়েন্টিতে পাকিস্তানের অধিনায়ক বাবর

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৯, ৩১ মার্চ ২০২৪   আপডেট: ১৬:৪৭, ৩১ মার্চ ২০২৪
ওয়ানডে ও টি-টোয়েন্টিতে পাকিস্তানের অধিনায়ক বাবর

অবশেষে গুঞ্জনই সত্যি হলো। আবারও পাকিস্তান জাতীয় দলের অধিনায়কের দায়িত্বে ফিরছেন বাবর আজম। রঙ্গিন পোশাকের দুই ফরম্যাটের জন্য তাকে দায়িত্ব দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। টেস্টে যথারীতি শান মাসুদই থাকছেন দলের নেতৃত্বে।

গত ওয়ানডে বিশ্বকাপের পর ওয়ানডে ও টি-টোয়েন্টি থেকে বাবরকে সরিয়ে দেয় পিসিবি। এরপর অনেকটা অভিমান নিয়ে টেস্টে থেকেও সরে দাঁড়ান এই ওপেনার ব্যাটার। এরপর ঘটা করে টেস্টে শান মাসুদ ও টি-টোয়েন্টিতে নেতৃত্ব দেওয়া হয়েছিল শাহিন শাহ আফ্রিদিকে। 

আরো পড়ুন:

অধিনায়ক হিসেবে একটি মাত্র সিরিজ স্থায়ী হয়েছেন শাহিন। নিউ জিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সেই সিরিজে ভরাডুবি হয়েছে পাকিস্তানের। হেরেছে ৪-১ ব্যবধানে। এরপর থেকেই শাহিনকে সরিয়ে দেওয়ার গুঞ্জন ওঠে পাকিস্তানের গণমাধ্যমগুলোতে।

বাবরের অধীনেই জুনে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারে পাকিস্তান। এর আগে সর্বশেষ দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপেও পাকিস্তানের নেতৃত্ব দিয়েছেন বাবর। তার নেতৃত্বে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাবরের দল খেলেছে সেমিফাইনাল। ২০২২ সালে পরের বিশ্বকাপে ফাইনাল।

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়