ঢাকা     শনিবার   ০৬ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

উয়েফার মৌসুম সেরা খেলোয়াড় ভিনিসিউস

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৩, ৩ জুন ২০২৪   আপডেট: ২২:৫৬, ৩ জুন ২০২৪

রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড ভিনিসিউস জুনিয়র উয়েফার মৌসুম সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। আজ সোমবার (০৩ জুন ২০২৪) তাকে মৌসুম সেরা খেলোয়াড় হিসেবে ঘোষণা দেয় উয়েফা। উয়েফার টেকনিক্যাল অবজারভার প্যানেল তাকে সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচন করে।

ভিনিসিউস গেল কয়েক বছর ধরে রিয়ালের সবচেয়ে নির্ভরযোগ্য ফরোয়ার্ড হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। এবারও ফাইনালে ডর্টমুন্ডের বিপক্ষে তিনি গোল করেন। তার গোলে ভর করে রিয়াল মাদ্রিদ জিতে রেকর্ড ১৫তম উয়েফা চ্যাম্পিয়নস লিগ শিরোপা। ম্যাচের ৮৩ মিনিটে জুড বেলিংহ্যামের বাড়িয়ে দেওয়া বল থেকে ডর্টমুন্ডের গোলরক্ষককে পরাস্ত করে নিশানা ভেদ করেন ব্রাজিলিয়ান এই স্ট্রাইকার।

আরো পড়ুন:

চ্যাম্পিয়নস লিগের এবারের আসরে মোট ১০ ম্যাচ খেলে ছয় গোল করেন ভিনি। এছাড়া অ্যাসিস্ট করেন পাঁচটি গোলে। দশ ম্যাচে মোট ৯০১ মিনিট খেলেন তিনি। দূরত্ব অতিক্রম করেন ৯৯ দশমিক ৩ কিলোমিটার। সর্বোচ্চ গতি ছিল ঘণ্টায় ৩৪ দশমিক ৭ কিলোমিটার।

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে গোল ও শিরোপা জেতার পর ভিনি বলেছিলেন, ‘এই ক্লাবের হয়ে আরও একটি শিরোপা জিততে পেরে আমি আনন্দিত। এই ক্লাব আমাকে অনেক কিছু দিয়েছে। এটা সত্যিই অবিশ্বাস্য একটা জিনিস। এমন কিছু করা ও পাওয়া সবার ভাগ্যে জোটে না। আমি আরও অনেকবার জিততে চাই।’

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়