ঢাকা     সোমবার   ১৬ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ১ ১৪৩১

উপভোগের মন্ত্রে ফাইনালের মঞ্চে মেসি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৪, ১২ জুলাই ২০২৪  
উপভোগের মন্ত্রে ফাইনালের মঞ্চে মেসি

আরও একটি শিরোপার খুব কাছে লিওনেল মেসি। যে শিরোপা মেসির অমরত্ব ঘুচিয়েছিল, ২০২১ সালে। সেই শিরোপা আরও একবার জয়ের হাতছানি তার। ২০১৬ সালে কোপার শিরোপা হাতছাড়ার পর অবসর নিয়ে নিয়েছিলেন। কিন্তু অবসর ভেঙে ২০২১ সালে জাতীয় দলের জার্সিতে ফিরে মেসি জিতে নেন কোপার শিরোপা। এক বছর পর মেসির হাতে বিশ্বকাপের সোনালী ট্রফি।

ধরতে গেলে সব পাওয়াই হয়ে গেছে সর্বকালের অন্যতম সেরা ফুটবলারের। এখন কেবল সময়টা উপভোগ করার, উত্তরসূরী খোঁজার প্রক্রিয়ায় থাকা। সেই কাজটাই করতে যাচ্ছেন মেসি। সোমবার সকালে কোপার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ কলম্বিয়া। এই ম্যাচের আগে বেশ ফুরফুরে, চনমনে এলএম টেন। ম্যাচটা স্রেফ উপভোগ করতে চান মেসি। ফাইনালের আগের নিজের অবস্থান জানাতে গিয়ে ফক্স স্পোর্টস আর্জেন্টিনা-কে মেসি বলেছেন, ‘আমি বেশ শান্ত আছি। সবার মতো দিনটির অপেক্ষায় আছি। আগের থেকে বেশি ফুরফুরে আছি। এজন্য যে, যেভাবে আমরা এখান পর্যন্ত এসেছি এবং প্রতিটি প্রক্রিয়ায় সফল হয়েছি। আমি এখন উপভোগের মন্ত্রে বিশ্বাসী। প্রতিটি মুহূর্ত আনন্দে কাটাতে চাই। সময়ের সঙ্গে পাল্লা দিতে রাজি নই। ঠিক এক মুহূর্তেই বাঁচবো। যখন খেলাটা আসবে তখন নিজেকে উজার করে দেব।’ 

সেমিফাইনালে ২-০ গোলে কানডাকে হারিয়েছিল আর্জেন্টিনা। মেসি গোল করেছিলেন একটি। সেই ম্যাচেও বেশ চনমনে ছিলেন বলে দাবি করলেন মেসি, ‘শেষ ফাইনালের আগে আমাদের ঘুম ভালো হয়েছে। কোনো সমস্যা হয়নি। যেটা সত্যি হলো, আমরা দেরি করে ঘুম থেকে উঠেছি। কারণ আমরা রাতে প্রচুর কথা বলেছি। ড্রিংক করেছি এবং কার্ড খেলেছি। আমরা দেরিতে ঘুমাতে গিয়েছিলাম কিন্তু আমাদের ঘুম ভালো হয়েছে।’

মাঠে নামার আগে মেসিরা যতই রিল্যাক্স থাকুক মাঠের কাজটা ঠিকঠাক করতে হবে তা বেশ ভালোভাবেই জানেন বিশ্ব চ্যাম্পিয়নরা। এজন্য ফাইনালের প্রতিপক্ষ কলম্বিয়াকে বেশ সমীহ করলে আর্জেন্টিনার অধিনায়ক, ‘উরুগুয়ে ও কলম্বিয়ার ম্যাচটা দেখেছি। আমি জানি যে-ই আমাদের সামনে আসুক কাজটা আমাদের জন্য কঠিন হবে। লম্বা সময় ধরে কলম্বিয়া কোনো ম্যাচ হারেনি। দলটাও বেশ ভালো এবং ভালো খেলোয়াড় আছে। তাদের সক্ষমতা দারুণ। উপরের দিকে দ্রুতগামী কিছু খেলোয়াড় আছে। যারা বেশ খ্যাপাটে এবং উজ্জ্বল। যেটাই হোক ম্যাচটা ফাইনাল।’

‘ফাইনাল ম্যাচ সব সময়ই ভিন্ন কিছু। আমরা ভালো ফুটবল খেলছি। আমরা যেভাবে টুর্নামেন্টে শান্ত ও স্থির ছিলাম এখনও সেরকমই আছি। আমার সঙ্গে যা ঘটছে প্রতিটি মুহূর্ত উপভোগ করছি। এবং ফাইনালের দিকে আমাদের পুরো মনোযোগ।’ - যোগ করেন মেসি। 

ইয়াসিন/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়