ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ওয়াহাব রিয়াজকে মালদ্বীপ পাঠালো পিসিবি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৭, ২৫ জুলাই ২০২৪   আপডেট: ১৩:০৯, ২৫ জুলাই ২০২৪
ওয়াহাব রিয়াজকে মালদ্বীপ পাঠালো পিসিবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর পরই প্রধান নির্বাচকের পদ থেকে বরখাস্ত করা হয় ওয়াহাব রিয়াজকে। ভেঙে দেওয়া হয় ওয়াহাব-আব্দুল রাজ্জাকদের নির্বাচক কমিটি। সে সময় পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সমালোচনা করেছিলেন ওয়াহাব। তবে বোর্ডের বিরাগভাজন হননি তিনি। তাইতো তাকে মালদ্বীপে পাঠাচ্ছে বোর্ড।

উদ্দেশ্য অবশ্য মহৎ। মালদ্বীপে অনুষ্ঠিত হতে যাচ্ছে আইসিসি আয়োজিত কোচিং ওয়ার্কশপ। আর সেটাতে অংশ নেওয়াতেই ওয়াহাব রিয়াজকে সেখানে পাঠানো হচ্ছে। মালেকে আগামী ২৯ ও ৩০ জুলাই অনুষ্ঠিত হবে দুইদিন ব্যাপী এই ওয়ার্কশপ।

আরো পড়ুন:

এ বিষয়ে এক বিবৃবিতে পিসিবি জানিয়েছে, আইসিসি আগামী ২৯ ও ৩০ জুলাই মালদ্বীপে হাই পারফরম্যান্স ওয়ার্কশপের আয়োজন করেছে। সাবেক টেস্ট ক্রিকেটার ওয়াহাব রিয়াজ ও সাবেক ক্রিকেটার শহিদ আনোয়ার (জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান কোচ) এই ওয়ার্কশপে অংশ নিবেন।

এই ওয়ার্কশপের মাধ্যমে কোচিংয়ের সর্বশেষ কৌশলগুলো শেখানো হবে। পাশাপাশি তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ক্রিকেটার সনাক্তকরণ ও উঠিয়ে আনার কৌশলও শেখানো হবে।

আইসিসির এই ওয়ার্কশপ পরিচালনা করবেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ইকবাল সিকান্দার ও বাংলাদেশের সাবেক টেস্ট অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়