ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

৪১ বছর বয়সে পাঁচ সোনা জিতে ইতিহাস লোপেজের

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৯, ৭ আগস্ট ২০২৪   আপডেট: ১৭:৫৫, ৭ আগস্ট ২০২৪
৪১ বছর বয়সে পাঁচ সোনা জিতে ইতিহাস লোপেজের

মাইকেল ফেলপসকে বলা হয় অলিম্পিকের ইতিহাসে সর্বকালের সেরা অ্যাথলেট। তবে সেই প্রশ্নকে এবার হুমকির মুখে ফেলে দিলেন কিউবার রেসলার মিহাইন লোপেজ। প্যারিস অলিম্পিকে ইতিহাস গড়েছেন তিনি। অলিম্পিকের ইতিহাসে প্রথম অ্যাথলেট হিসেবে একই ইভেন্টে জিতেছেন টানা পাঁচ সোনার পদক।

অলিম্পিকের ইতিহাসে এর আগে একই ইভেন্টে চার সোনা জয়ের কীর্তি ছিল পাঁচজনের। একটি ইভেন্টে টানা চারটি ব্যক্তিগত সোনা জিতেছেন লুইস (অ্যাথলেটিকস/লং জাম্প), মাইকেল ফেলপস (সাঁতার/২০০ মিটার মেডলি), কেটি লেডেকি (সাঁতার/৮০০ মিটার ফ্রিস্টাইল), আল ওয়েরতের (অ্যাথলেটিকস/ডিসকাস), পল এলভেস্ট্রম (সেইলিং) এবং কাউরি ইচোর (রেসলিং)। 

আরো পড়ুন:

এদের সবাইকে ছড়িয়ে গেলেন লোপেজ। এই কিউবান বক্সার ১৩০ কেজি গ্রেকো-রোমান ইভেন্টের ফাইনালে হারিয়েছেন চিলির প্রতিনিধিত্ব করা আরেক কিউবান বংশোদ্ভূত ইয়াসমানি আকোস্তাকে। রেকর্ড গড়েই অবশ্য অবসর নিয়েছেন ৪১ বছর বয়সী লোপেজ। 

এর আগেও অবশ্য একবার অবসর নিয়েছিলেন লোপেজ। ২০২১ টোকিও অলিম্পিকের পর নিজেকে সরিয়ে নেন বক্সিং থেকে। তিন বছর রেসলিংয়ের বাইরে থাকার পর আবারও ফিরলেন তিনি। সেটা কেবল রেকর্ড গড়ার জন্যেই। ফাইনালে ওঠার পথে ইরানের বিশ্ব চ্যাম্পিয়ন আমিন মিরজাজাদেকে হারিয়ে চমকে দেন লোপেজ।

লোপেজের রেকর্ডও অবশ্য ভেঙে যেতে পারে। অলিম্পিকে একটি ইভেন্টে টানা চারটি ব্যক্তিগত সোনাজয়ী বাকি অ্যাথলেটদের শুধু লেডেকিই এখনো খেলে যাচ্ছেন। ২৭ বছর বয়সী লেডেকি ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে খেললে লোপেজের রেকর্ডটি ভাঙার সুযোগ পাবেন।

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়