লালমনিরহাটে ওয়ালটন প্লাজার আয়োজনে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
নীলফামারী প্রতিনিধি || রাইজিংবিডি.কম
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ওয়ালটন প্লাজার কর্মকর্তারাসহ স্থানীয় অতিথিবৃন্দ
‘মাঠে মাঠে উল্লাস খেলাধুলা বারোমাস’ এ স্লোগানকে সামনে রেখে লালমনিরহাটের কালীগঞ্জে সিক্সার সেট ক্রিকেট টুর্নামেন্ট-২৪ এর ফাইনাল পর্বের খেলা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার (০৭ সেপ্টেম্বর, ২০২৪) বিকেলে উপজেলার কাকিনা ক্রিকেট পরিবারের আয়োজনে ওয়ালটন প্লাজার সার্বিক তত্ত্বাবধানে কাকিনা মহিমা রঞ্জন স্মৃতি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় টুর্নামেন্টের ফাইনাল পর্ব। মুখোমুখি হন কাউনিয়া নাইট রাইডারস ও আহিল 6RS রংপুর। টুর্নামেন্টে আহিল 6RS রংপুরকে পরাজিত করে কাউনিয়া নাইট রাইডারস।
টুর্নামেন্টের বিজয়ী দলকে ওয়ালটন ব্র্যান্ডের রেফ্রিজারেটর এবং রানারআপ দলকে ওয়ালটন ব্র্যান্ডের এলইডি টেলিভিশন পুরস্কার প্রদান করেন অতিথিবৃন্দ। গত ৪ সেপ্টেম্বর টুর্নামেন্টের উদ্বোধন করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জহির ইমাম। টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজা রংপুর ডিভিশনের চিফ ডিভিশনাল অফিসার মো. ওয়াহিদুল ইসলাম, ক্রেডিট ম্যানেজার শাকিল হোসেন, রঞ্জন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশাদুজজামান ও কানিনা ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক হুমায়ুন কবির বাবু প্রমুখ।
সিথুন/মাহফুজ/পলাশ