ঢাকা     মঙ্গলবার   ১৫ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ৩০ ১৪৩১

বাংলাদেশ সিরিজে দুই রেকর্ডের সামনে রোহিত

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৬, ১৭ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ২০:০৯, ১৭ সেপ্টেম্বর ২০২৪
বাংলাদেশ সিরিজে দুই রেকর্ডের সামনে রোহিত

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) থেকে চেন্নাইতে শুরু হবে বাংলাদেশ ও ভারতের মধ্যকার প্রথম টেস্ট। এই টেস্টে ভারতকে নেতৃত্ব দিবেন যথারীতি রোহিত শর্মা। ভারতের এই হিটম্যান অবশ্য দুটি রেকর্ডের সামনে দাঁড়িয়ে আছেন। যা তিনি বাংলাদেশের বিপক্ষের দুই ম্যাচের টেস্ট সিরিজে হয়তো ছুঁতে পারবেন।

প্রথমটি হলো ছক্কার এবং দ্বিতীয়টি হলো সেঞ্চুরির ফিফটি পূর্ণ করার।

ভারতের হয়ে টেস্টে সর্বোচ্চ ৯১ ছক্কা হাঁকিয়েছিলেন বীরেন্দর শেবাগ। রোহিত ৮৪ ছক্কা নিয়ে আছেন দ্বিতীয় স্থানে। বাংলাদেশের বিপক্ষে চার ইনিংসে আর ৮টি ছক্কা হাঁকালেই তিনি ছাড়িয়ে যাবেন ভিরুকে।

আরো পড়ুন:

টেস্টে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানো খেলোয়াড়দের তালিকায় শীর্ষে আছেন ইংল্যান্ডের বেন স্টোকস। তিনি ১৩১টি ছক্কা হাঁকিয়েছেন। তাদের কোচ ব্রেন্ডন ম্যাককালাম ১১৭ ছক্কা নিয়ে আছেন দ্বিতীয় স্থানে। আর অ্যাডাম গিলক্রিস্ট ১০০ ছক্কা হাঁকিয়ে আছেন তৃতীয় স্থানে।

অন্যদিকে তিন ফরম্যাটে রোহিতের সেঞ্চুরির সংখ্যা এখন ৪৮। বাংলাদেশের বিপক্ষের সিরিজে তিনি দুটি সেঞ্চুরি হাঁকাতে পারলেই সেঞ্চুরির ফিফটি করবেন। টেস্টে তার সেঞ্চুরি ১২টি, ওয়ানডেতে ৩১টি এবং টি-টোয়েন্টিতে ৫টি।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়