ঢাকা     মঙ্গলবার   ০৩ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১৮ ১৪৩১

ভিনিসিউসকে বর্ণবাদী মন্তব্য করায় সমর্থকের এক বছরের জেল 

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৪, ২৭ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ০৯:০৬, ২৭ সেপ্টেম্বর ২০২৪
ভিনিসিউসকে বর্ণবাদী মন্তব্য করায় সমর্থকের এক বছরের জেল 

ইউরোপের ফুটবলে বর্ণবাদের মতো বিষয়গুলো ঘটছে অহরহ। এবার রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড ভিনিসিউস জুনিয়রকে উদ্দেশ্য করে বর্নবাদী মন্তব্য করায় এক বছরের কারাদণ্ড ভোগ করতে হচ্ছে মায়োর্কার এক সমর্থককে। বিষয়টি নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ।

তবে আপাতত কারাগারে যেতে হচ্ছে না ঐ সমর্থককে। ভিনিসিউসের কাছে চিঠি লিগে ক্ষমা চাওয়ায় এবং বৈষম্যবিরোধী কর্মসূচিতে অংশ নেওয়ায় ওই সমর্থকের কারাদণ্ডের সাজা স্থগিত রাখা রয়েছে। তবে আগামী তিন বছর তিনি স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন না।

গত বছর মায়োর্কার রাজধানী পালমার সন মোইশ স্টেডিয়ামে ঘটে ওই কাণ্ড। দুই সপ্তাহের ব্যবধানে ভিনিসিউস ও মায়োর্কার ফুটবলার চুকওয়েজিকে লক্ষ্য করে বর্ণবাদী আক্রমণ করা হয়।

আরো পড়ুন:

মায়োর্কা ও রেয়াল মাদ্রিদ ম্যাচে সমর্থকদের ধারণ করা একটি ভিডিওতে ব্রাজিলিয়ান তারকা ভিনিসিউসকে ‘বানর’ বলে ডাকতে শোনা যায়।

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়