ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সালাহ জাদুতে রোমাঞ্চকর জয় লিভারপুলের

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৭, ২৫ নভেম্বর ২০২৪   আপডেট: ১২:৩৩, ২৫ নভেম্বর ২০২৪
সালাহ জাদুতে রোমাঞ্চকর জয় লিভারপুলের

প্রিমিয়ার লিগ মানেই রোমাঞ্চকর মুহূর্তের ছড়াছড়ি। সেটা আরেকবার দেখা গেল লিভারপুল ও সাউথাম্পটনের ম্যাচে। শুরুতে এগিয়ে গেল লিভারপুল। এরপর দুটি গোলে ম্যাচ জমিয়ে তোলে সাউদাম্পটন। শেষে সালাহ ম্যাজিকে ৩-২ গোলের জয়ে মাঠ ছাড়ে আর্না স্লটের দল।

রোববার (২৪ নভেম্বর) শুরুতে লিভারপুলেকে এগিয়ে নেন দোমিনিক সোবোসলাই। এরপর অ্যাডাম আর্মস্ট্রং ও মাতেউস ফার্নান্দেসের গোলে জয়ের আশা জাগায় সাউথাম্পটন। শেষে জোড়া গোলে তাদের আশা গুঁড়িয়ে দেন সালাহ।

আরো পড়ুন:

ম্যাচের শুরু থেকেই আক্রমণের ঝড় বইয়ে দেওয়া লিভারপুল এগিয়ে যায় ম্যাচের ৩৩তম মিনিটে। গোলরক্ষকের পাস পেয়ে ফার্নান্দেস পাস দেন ফ্লিনকে। এই ইংলিশ মিডফিল্ডার তালগোল পাকিয়ে ফেললে বল পান সোবোসলাই। অনায়াসে জাল খুঁজে নেন হাঙ্গেরির এই মিডফিল্ডার।

পিছিয়ে পড়ার পর পাল্টা আক্রমণ শুরু করে সাউথাম্পটন। বিরতির আগে পেয়ে যায় গোলের দেখাও। টাইলার ডিবলিংকে ফাউল করেন অ্যান্ডি রবার্টসন। পেনাল্টিতে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিকে অ্যাডাম আর্মস্ট্রংয়ের শট গোলরক্ষক ঠেকালেও জাল খুঁজে নেন আর্মস্ট্রং।

বিরতির পর ৫৬তম মিনিটে এগিয়ে যায় সাউথাম্পটন। আর্মস্ট্রংয়ের পাসে জাল খুঁজে নেন ফার্নান্দেস। এগিয়ে গিয়ে আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠে সাউথাম্পটন। আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে লড়াই।

তবে, লিভারপুলের সঙ্গে পেরে উঠলো না তারা। ৬৫তম মিনিটে অল রেডদের সমতায় ফেরান সালাহ। এরপর ৮৩তম মিনিটে আরও একটি গোল করেন মিশরীয় তারকা পেনাল্টি থেকে জয়সূচক গোলটি করেন তিনি।

এই জয়ে ১২ ম্যাচে ১০ জয় ও এক ড্রয়ে তাদের পয়েন্ট ৩১। দ্বিতীয় স্থানে ম্যানচেস্টার সিটির পয়েন্ট ২৩। সমান ২২ করে পয়েন্ট নিয়ে পরের তিনটি স্থানে চেলসি, আর্সেনাল ও ব্রাইটন।

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়