ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জরিমানা গুনলেন ফারুকি ও ক্লাসেন

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৮, ২০ ডিসেম্বর ২০২৪   আপডেট: ২০:৪২, ২০ ডিসেম্বর ২০২৪
জরিমানা গুনলেন ফারুকি ও ক্লাসেন

আইসিসির জরিমানার মুখে পড়েছেন দক্ষিণ আফ্রিকার বিস্ফোরক ব্যাটসম্যান হেনরিখ ক্লাসেন ও আফগানিস্তানের পেসার ফজল হক ফারুকি। আজ শুক্রবার (২০ ডিসেম্বর) তাদের দুজনকেই ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানা করার পাশাপাশি একটি করে ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে।

পাকিস্তানের বিপক্ষে বৃহস্পতিবার দ্বিতীয় ওয়ানডেতে ব্যাট হাতে ঝড় তোলেন ক্লাসেন। ৭৪ বলে খেলেন ৯৭ রানের ইনিংস। পাকিস্তানের ছুড়ে দেওয়া ৩৩০ রান তাড়া করতে নেমে গুরুত্বপূর্ণ ইনিংসটি খেলেন। প্রোটিয়াদের শেষ ব্যাটসম্যান হিসেবে ৪৩তম ওভারে আউট হন ক্লাসেন। কিন্তু মাত্র ৩ রানের জন্য সেঞ্চুরি মিস হওয়ায় মেজাজ হারান তিনি এবং ব্যাট দিয়ে স্ট্যাম্পে আঘাত করেন।

আরো পড়ুন:

এই ঘটনায় আইসিসির আচরণবিধির ‘লেভেল-১’ লঙ্ঘন করায় ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন ক্লাসেনের ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানা করার পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্ট দেন।

এদিকে জিম্বাবুয়ের বিপক্ষে আফগানিস্তানের ফজল হক ফারুকি আম্পায়ারদের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে জরিমানা ও ডিমেরিট পয়েন্ট পান। ঘটনাটি ঘটে জিম্বাবুয়ের ইনিংসের পঞ্চম ওভারে। এ সময় ব্যাট করছিলেন ক্রেইগ আরভিন। ফারুকির বলে তিনি পরাস্ত হলে এলবিডব্লিউর আবেদন করেন। কিন্তু আম্পায়ার সেটাতে সাড়া দেন না। আম্পায়ারের সিদ্ধান্তের প্রতি অনাস্থা জানিয়ে ফারুকি রিভিউয়ের অনুরোধ করেন। অথচ এই সিরিজে কোনো রিভিউ সিস্টেম নেই।

ফারুকি ও ক্লাসেন উভয়ের তাদের জরিমানা ও ডিমেরিট পয়েন্ট দেওয়ার বিষয়টি মেনে নেওয়ায় আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন হয়নি। তবে আগামী ২৪ মাসের মধ্যে তারা দুজন যদি মোট চারটি ডিমেরিট পয়েন্ট পান তাহলে নিষিদ্ধ হবেন।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়