ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘কালো পর্দায়’ ঢেকে শুরু বিপিএলের অনুশীলন

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৯, ২৬ ডিসেম্বর ২০২৪   আপডেট: ২০:০১, ২৬ ডিসেম্বর ২০২৪
‘কালো পর্দায়’ ঢেকে শুরু বিপিএলের অনুশীলন

মাসকট থেকে শুরু করে কনসার্ট; মাঠের বাইরের নানা বিষয় নিয়ে এতদিনন সরগরম ছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। অবশেষে এবার দলগুলোর অনুশীলন দিয়ে শুরু হলো মাঠে নামার লড়াই।

তবে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) অনুশীলনের প্রথম দিনেই শের-ই-বাংলার প্রাঙ্গণে প্রবেশ করতেই লাগে খটকা। আসলে কি বিসিবি একাডেমি মাঠে অনুশীলন হচ্ছে? নাকি গণমাধ্যম নিষিদ্ধ?

আরো পড়ুন:

খটকা না লাগার কোনো কারণ ছিল না, শের-ই-বাংলা সংলগ্ন একাডেমি মাঠ ঢেকে দেওয়া হয়েছে কালো পর্দায়। সকাল ১১টা থেকে অনুশীলন শুরু করা ঢাকা ক্যাপিটালস জানিয়েছে তাদের পক্ষ থেকে এমন কোনো নির্দেশনা ছিল না, একই কথা বলেছে ১টা থেকে অনুশীলন শুরু করা চট্টগ্রাম কিংসও।

ঢাকা ক্যাপিটালসের প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন, “আমি জানিও না। সত্যি কথা বলতে ঢাকা ক্যাপিটালসের কারো সাথে আমার কথা হয়নি, জানায়ওনি। অবশ্যই বিসিবির কর্তারা সিদ্ধান্ত নেবে, কী করতে হবে না করতে হবে।”

“সেটা নিয়ে অবশ্যই কথা বলবে (ফ্র্যাঞ্চাইজিরা), ফ্র্যাঞ্চাইজিরাও চায় তাদের সম্পর্কে জানুক। আমি একদমই এখতিয়ারভুক্ত না, আমি জানিও না, কী অবস্থা কেন এরকম করা হয়েছে বলতে পারবো না”-আরও যোগ করেন খালেদ মাহমুদ।

এদিকে আগামীকাল থেকে কালো পর্দা থাকবে না বলে রাইজিংবিডিকে জানিয়েছেন নাজমুল আবেদীন ফাহিম। মুঠোফোনে তিনি বলেন, “কনসার্টসহ মাঠের কাজের কারণে এটা ঢেকে রাখা হয়েছিল। আগামীকাল থেকে থাকবে না।”

ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহীর ম্যাচ দিয়ে ৩০ ডিসেম্বর শুরু হবে দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতাটি। বিপিএলের একাদশ আসরে সাত দল অংশ নিচ্ছে।

মোট ৪৬ ম্যাচ অনুষ্ঠিত হবে। খেলা হবে ঢাকা, সিলেট এবং চট্টগ্রামে। ফাইনাল ম্যাচ হবে ৭ ফেব্রুয়ারি। বাড়তি একদিন রিজার্ভ হিসেবে রাখা হয়েছে।

ঢাকা/রিয়াদ/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়