ঢাকা     মঙ্গলবার   ১১ ফেব্রুয়ারি ২০২৫ ||  মাঘ ২৮ ১৪৩১

 আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি-২০২৫

বাভুমার নেতৃত্বে দ. আফ্রিকার দল ঘোষণা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৯, ১৩ জানুয়ারি ২০২৫   আপডেট: ১২:৫৮, ১৪ জানুয়ারি ২০২৫
বাভুমার নেতৃত্বে দ. আফ্রিকার দল ঘোষণা

আসন্ন আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। যথারীতি দলকে নেতৃত্ব দিবেন টেম্বা বাভুমা।

সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলেছিল প্রোটিয়ারা। এরপর তারা আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালও নিশ্চিত করেছে। এবার চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল খেলার চ্যালেঞ্জ সামনে রেখে দল ঘোষণা করলো তারা।

ইনজুরি থেকে ফিরে দলে জায়গা পেয়েছেন অ্যানরিখ নরকিয়া। সঙ্গে আছেন লুঙ্গি এনগিদিও। মার্কো জানসেন ও কাগিসু রাবাদাও আছেন দলে।

আরো পড়ুন:

নতুন মুখ হিসেবে দলে আছেন টনি ডি জর্জি, রায়ান রিকেলটন, ট্রিস্টান স্টাবস ও উইয়ান মুল্ডার। এবারই তারা প্রথমবার আইসিসির ৫০ ওভারের কোনো ইভেন্টে খেলতে যাচ্ছেন।

২১ ফেব্রুয়ারি আফগানিস্তানের বিপক্ষের ম্যাচ দিয়ে চ্যাম্পিয়নস ট্রফিতে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা। এরপর ২৫ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া ও ১ মার্চ ইংল্যান্ডের মুখোমুখি হবে তারা।

দক্ষিণ আফ্রিকা দল:
টেম্বা বাভুমা (অধিনায়ক), টনি ডি জর্জি, মার্কো জানসেন, হেনরিখ ক্ল্যাসেন, কেশব মহারাজ, এইডেন মার্করাম, ডেভিড মিলার, উইয়ান মুল্ডার, লুঙ্গি এনগিদি, অ্যানরিখ নরকিয়া, কাগিসু রাবাদা, রায়ান রিকেলটন, তাবরেজ শামসি, ট্রিস্টান স্টাবস ও রাসি ফন ডের ডুসেন।

ঢাকা/আমিনুল


সর্বশেষ

পাঠকপ্রিয়