লজ্জার ইতিহাস গড়ে আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিলের সবচেয়ে বড় পরাজয়!

আর্জেন্টিনা আরেকটা গোল দিতে পারলে, ভ্যালেন্সিয়ায় মিসায়েল দেলগাদো স্টেডিয়ামে পরিণত হতো ২০১৪ সালের বিভীষিকাময় মারাকানায়! কী এমন হয়েছে মিসায়েল দেলগাদোতে? দক্ষিণ আমেরিকার অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে শুক্রবার (২৪ জানুয়ারি, ২০২৫) দিবাগত রাতে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে ৬-০ গোলে হেরেছে ব্রাজিল! না, আপনি ভুল পড়ছেন না। লিওনেল মেসির উত্তরসূরিরা গুনে গুনে ৬ বার ব্রাজিলের যুবাদের জালে বল জড়িয়েছে। তাতে সৃষ্টি হয়েছে রেকর্ড, তবে সেটা লজ্জার!
ম্যাচের অবস্থা এমন ছিল যে, ব্রাজিলিয়ান অনূর্ধ্ব-২০ ফুটবলাররা বলতে পারছিল না- ‘ছেড়ে দে মা কেঁদে বাঁচি’। আরেকটা গোল হজম করলেই ফিরে আসত ১১ বছর আগের সেই ‘সেভেন-আপে’র দুঃস্বপ্ন। ঘরের মাঠে ২০১৪ বিশ্বকাপ সেমিফাইনালে জার্মানির বিপক্ষে ৭-১ ব্যবধানের হারটা আজও হজম করতে পারেনি ব্রাজিল।
তবে ব্রাজিলের কি আসলেই হাঁপ ছেড়ে বাঁচার উপায় আছে? আর্জেন্টিনার বিপক্ষে এই হারও তাদেরকে ভালোই বেকায়দায় ফেলবে। কারণ জাতীয় দলের যে কোনো স্তর কিংবা পর্যায়েই (অনূর্ধ্ব-১৫ থেকে সিনিয়র দল) আর্জেন্টিনার বিপক্ষে এটাই ব্রাজিলের সবচেয়ে বড় ব্যবধানের পরাজয়।
ম্যাচ শুরুর পর কিছু বুঝে ওঠার আগেই ব্রাজিল রীতিমত খেলা থেকে ছিটকে গিয়েছিল । ১১ মিনিটের মধ্যেই সেলেসাওদের জালে ৩ বার বল জড়িয়ে দেয় আর্জেন্টিনা। ম্যাচের ৬ মিনিটে রিভার প্লেটের ইয়ার সুবিয়াব্রে গোল করেন। মিনিট দুয়েক পর আলবিসেলেস্তাদের দ্বিতীয় গোলটি এনে দেন ম্যানচেস্টার সিটির ১৯ বছর বয়সী স্ট্রাইকার এচেভেরি। গোল দুটার উৎসই ছিলেন ভ্যালেন্তিনো আকুনা। পরের গোলটা আত্মঘাতী।
দ্বিতীয়ার্ধে খেলা শুরুর ৭ ও ৯ মিনিটের মাথায় আর্জেন্টিনাকে গোল করেন অগাস্তিন রুবের্তো ও এচেভেরি। ম্যাচের ৭৮ মিনিটে ব্রাজিলের কফিনে শেষ পেরাকটি ঠুকেন সান্তিয়াগো হিদালগোর। নিশ্চিত হয় আলবিসেলেস্তাদের বিপক্ষে সেলেসাওদের ৬-০ ব্যবধানের হার।
মহাদেশীয় চ্যাম্পিয়নশিপটির ৭১ বছরের ইতিহাসে শুক্রবার রাতের আগ পর্যন্ত ব্রাজিল কখনো তিন গোলের বেশি ব্যবধানেই হারেনি। দক্ষিণ আমেরিকার অনূর্ধ্ব-২০ পর্যায়ের এই চ্যাম্পিয়নশিপে সর্বশেষ কোনো দল ৬-০ গোলে হেরেছিল ২০১৩ সালে। বলিভিয়ার জালে ৬ বার বল জড়িয়েছিল কলম্বিয়া।
এই হারের পূর্বে ১৯৪০ সালে রোকা কাপে ব্রাজিলকে ৬-১ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা জাতীয় দল। সেই প্রীতি আসরটি হারিয়ে গিয়েছে কালের বিবর্তনে। ভ্যালেন্সিয়াতে শুক্রবার রাতের ৬-০ ব্যবধানের ম্যাচটির আগে সুদীর্ঘ ৮৫ বছর ওই জয়টাই ব্রাজিলের বিপক্ষে জাতীয় দলের যে কোনো স্তরে সবচেয়ে বড় ছিল আর্জেন্টিনার।
ঢাকা/নাভিদ