ঢাকা     মঙ্গলবার   ১৮ মার্চ ২০২৫ ||  চৈত্র ৫ ১৪৩১

আর্সেনালকে হারিয়ে ফাইনালে নিউক‌্যাসল

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৬, ৬ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ১৩:০৮, ৬ ফেব্রুয়ারি ২০২৫
আর্সেনালকে হারিয়ে ফাইনালে নিউক‌্যাসল

আর্সেনালকে হারিয়ে ইংলিশ কারাবাও তথা লিগ কাপের ফাইনালে উঠেছে নিউক‌্যাসল। দুই লেগ মিলিয় তারা ৪-০ গোলে হারিয়েছে আর্সেনালকে। প্রথম লেগে ঘরের মাঠে ২-০ ব‌্যবধানে হারার পর ফিরতি লেগেও একই ব‌্যবধানে হারল গার্নার্সরা।

এর আগে প্রিমিয়ার লিগের ম‌্যাচে ম‌্যানচেস্টার সিটিকে ৫-১ গোলে হারিয়েছিল আর্সেনাল। তাতে ভক্ত-সমর্থকরা আশা করেছিল নিউক‌্যাসলের বিপক্ষে ঘুরে দাঁড়াবে তারা। কিন্তু সেটা আর হলো কই!

ম‌্যাচের ১৯ মিনিটে জ‌্যাকব মার্ফি গোল করে এগিয়ে নেন দলকে। তার গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় নিউক‌্যাসল। বিরতির পর ৫২ মিনিটে ব‌্যবধান বাড়ায় তারা। এ সময় ফাবিয়ানের বাড়ানো বল থেকে গোল করেন অ‌্যান্থনি গর্ডন। বাকি সময়ে অবশ‌্য আর কোনো গোল হয়নি। তাতে ফিরতি লেগে ২-০ ব‌্যবধানের জয়ে ফাইনালে জায়গা করে নেয় নিউক‌্যাসল।

আরো পড়ুন:

আগামী ১৬ মার্চ ফাইনালে লিভারপুল অথবা টটেনহ‌্যাম হটস্পারের মুখোমুখি হবে নিউক‌্যাসল।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়