ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বুড়ো রোনালদোর ভেলকিতে আল-নাসরের জয়

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫০, ৮ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ১২:১৬, ৮ ফেব্রুয়ারি ২০২৫
বুড়ো রোনালদোর ভেলকিতে আল-নাসরের জয়

ক্রিস্টিয়ানো রোনালদো তার অনবদ্য ক্যারিয়ার মুকুটে আরেকটি পালক যুক্ত করেছেন। বুধবার (৫ ফেব্রুয়ারি, ২০২৫) ৪০তম জন্মদিন উদযাপন করেছিলেন রোনালদো। আর দুদিন পরে মাঠে নেমেই করলেন চোখ ধাঁধানো এক গোল। তাতেই শুক্রবার (৭ ফেব্রুয়ারি, ২০২৫) সৌদি প্রো লিগের ম্যাচে আল-ফেইহার বিপক্ষে ৩-০ গোলের সহজ জয় পেয়েছে আল-নাসর। ম্যাচে বাকি গোল দুটি করেন সদ্যই অ্যাস্টন ভিলা থেকে নাসরে যোগ দেওয়া জন ডুরান। এই কলম্বিয়ান ফরোয়ার্ডের এটিই ছিল রিয়াদের ক্লাবটির হয়ে অভিষেক।

এদিকে আল-ফেইহার বিপক্ষে গোলের (৯২৪তম) সুবাদে রোনালদো আরও একধাপ এগিয়ে গেলেন ক্যারিয়ারের ১০০০তম গোলের দিকে। দর্শনীয় এই গোলের পর নাসরের ঘরের মাঠ আল আওয়ালের দর্শকরা দাঁড়িয়ে সম্মান জানান পর্তুগিজ মহাতারকাকে। মুহূর্তটি আরও বিশেষ হয়ে ওঠে রোনালদোর মা ডোলোরেস এভেইরোর উপস্থিতির কারণে। গ্যালারিতে বসে পুত্রের অসাধারণ নৈপুণ্য দেখে গর্বে ভেসেছেন তিনি।

আরো পড়ুন:

 

শুক্রবার ঘরের মাঠে ২২ মিনিটে প্রথম গোল করে আল নাসর। অভিষিক্তি ফরোয়ার্ড ডুরান সৌদিতে নিজের প্রথম গোলের দেখা পান। এই কলম্বিয়ান ম্যাচের ৭২ মিনিটে সাদিও মানের ক্রস থেকে আরও এক গোল করে স্বাগতিকদের ২-০ তে এগিয়ে নেন।

ঠিক ২ মিনিট পর রোনালদোও গোল উৎসবে যোগ দেন। নাসরের রাইটব্যাক নাওয়াফ আল বোশাইল বল পেয়ে আক্রমণের দিকে এগিয়ে যেতে থাকলে রোনালদোও মধ্যমাঠ থেকে দৌড় শুরু করেন। বোশাইল ডানপ্রান্ত থেকে যখন মাটি কামড়ানো ক্রসটা করেন, তখনও ক্যামেরার ফ্রেমেই ছিলেন না পর্তুগিজ তারকা। অথচ ক্রসের পর বল ডি বক্সে আসতে-আসতে দৌড়ে সেই সময়ের ব্যবধান পূরণ করে নেন ৪০ বছরের বুড়ো রোনালদো। ঠিক সামনে দাঁড়িয়ে থাকা ডিফেন্ডার ট্যাকেল করলেও ৫ বারের ব্যালন ডি-অর জয়ী বলকে ঠিকই জালে পাঠাতে সক্ষম হয়েছেন অসাধারণ দক্ষতায়।

বয়সের ভারে রোনালদোর রিফ্লেকশন কমেছে, গোলমুখে নিখুঁত শর্ট নেওয়ার দক্ষতা হ্রাস পেয়েছে, হেড করতে গিয়ে প্রায় গরমিল বাঁধান। তবে আল-ফেইহার বিপক্ষে তিনি প্রমাণ করলেন, অফ-দা বল মুভমেন্ট এবং পজিশনিংয়ে এখনও তিনি সেরাদের একজন।

এই জয়ের ফলে আল-নাসর লিগ টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে। বর্তমানে তারা শীর্ষে থাকা আল-ইত্তিহাদ থেকে ৮ পয়েন্ট পিছিয়ে রয়েছে। স্টেফানো পিওলির দলটি ১৯ ম্যাচ শেষে সংগ্রহ করেছে ৪১ পয়েন্ট। অন্যদিকে সমান ম্যাচে আল-ইত্তিহাদের পয়েন্ট ৪৯।

ঢাকা/নাভিদ

সর্বশেষ

পাঠকপ্রিয়