ঢাকা     শনিবার   ২২ মার্চ ২০২৫ ||  চৈত্র ৯ ১৪৩১

পাকিস্তান শাহীনসের বিপক্ষে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ সোমবার

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩১, ১৫ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ২১:৩৩, ১৫ ফেব্রুয়ারি ২০২৫
পাকিস্তান শাহীনসের বিপক্ষে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ সোমবার

চ্যাম্পিয়নস ট্রফিতে মাঠে নামার আগে বাংলাদেশ কেবল একটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে। পাকিস্তান শাহীনসের বিপক্ষে দুবাইয়ে আগামী সোমবার পঞ্চাশ ওভারের একটি ম্যাচ খেলবে বাংলাদেশ।

এরপর আগামী বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বাংলাদেশ চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচ খেলতে মাঠে নামবে। প্রতিপক্ষ ভারত।

আইসিসি একাডেমি মাঠে শনিবার অনুশীলন করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। চ্যাম্পিয়নস ট্রফিতে মাঠে নামার আগে ব্যাটিং-বোলিং অনুশীলনে নিজেদের ঝালিয়ে নিয়েছেন শান্ত, তানজিদ, তাওহীদরা। দুপুর দেড়টায় অনুশীলনে নামেন ক্রিকেটাররা। দুই ঘণ্টার ঘাম ঝরানো অনুশীলন করেন তারা।

আরো পড়ুন:

১৯ ফেব্রুয়ারি চ্যাম্পিয়নস ট্রফির পর্দা উঠবে। পরের দিন মাঠে নামবে বাংলাদেশ। ভারত পাকিস্তানে যেতে রাজি না হওয়ায় তাদের ম্যাচগুলো হবে দুবাইয়ে। এজন্য বাংলাদেশকে প্রথম ম্যাচ খেলতে হবে দুবাইতে। ২৪ ফেব্রুয়ারি নিউ জিল্যান্ড ও ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশের ম্যাচ পাকিস্তানের বিপক্ষে। দুইটি ম্যাচই হবে রাওয়ালপিন্ডিতে।

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি বাংলাদেশের জন্য দীর্ঘশ্বাস। যেখানে ২০০০ সালে প্রথমবার অংশ নিয়ে এখন পর্যন্ত ১২ ম্যাচে মাত্র দুই জয় বাংলাদেশের। এবার কেমন করে সেটা দেখার।

ঢাকা/ইয়াসিন/এসবি

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়