দেড় বছর পর নেইমারের গোল
ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

একটা সময় ছিল যখন নেইমার কোন ম্যাচে গোল না পেলে সেটা হতো সংবাদ। সময়ের পরিক্রমায় এই ৩৩ বছর বয়সী ফরোয়ার্ড একটি গোল পেলেই চারদিকে হইচই পড়ে যাচ্ছে। রোববার (১৬ ফেব্রুয়ারি, ২০২৫) দিবাগত রাতে সাও পাওলোর অ্যাগুয়া সান্তা দলের বিপক্ষে ৩-১ ব্যবধানে জয়লাভ করেছে সান্তোস। এই ম্যাচে গোল করে ৫০২ দিনের গোল ক্ষরা কাটালেন নেইমার।
এই গোলের আগে নেইমার ২০২৩ সালের ৩ অক্টোবর সবশেষ জালের ঠিকানা পেয়েছিলেন। এর মাঝে তিনি বেশিরভাগ সময়ই ফিটনেস জনিত কারণে মাঠের বাইরে ছিলেন। মূলত ২০১৭ সালের আগস্টে বার্সেলোনা ছাড়ার পর থেকেই অনিয়ন্ত্রিত জীবন যাপনের কারণে ফিটনেস নিয়ে দারুণ ঝামেলা পোহাতে হচ্ছে ব্রাজিলের হয়ে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ এই স্কোরারকে।
অ্যাগুয়া সান্তার বিপক্ষে ম্যাচের ১৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন নেইমার। এরপর ২৬ মিনিটে থাচিয়ানো সান্তোসের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন। বিরতিতে যাওয়ার আগে অ্যাগুয়া সান্তার নেতিনহো গোল করে স্কোর লাইন ২-১ করেন। ম্যাচের ৭০ মিনিটে নেইমারের পাস থেকে গুইলহারমে গোল করে ব্যবধান ৩-১ করেন।
সান্তোসে পুনরায় যোগ দেওয়ার পর এখন পর্যন্ত নেইমার কোনো ম্যাচে পুরো সময় মাঠে খেলতে পারেননি। অ্যাগুয়া সান্তার বিপক্ষেও ম্যাচের ৮৫ মিনিটে তুলে নেওয়া হয় এই ৩৩ বছর বয়সী ফরোয়ার্ডকে। শৈশবের ক্লাবে ফিরে প্রথম তিনটি ম্যাচে তার পারফরম্যান্স তেমন ভালো ছিল না। তবে রোববার কিছুটা উন্নতির ছাপ লক্ষ্য করা গিয়েছে।
হাঁটুর চোট থেকে ফিরে আবারও পুরোনো ছন্দে ফেরার চেষ্টায় আছেন নেইমার। গেল বছরের (২০২৪) অক্টোবরে নেইমার চোট কাটিয়ে মাঠে ফিরেছিলেন এক বছরের বিরতির পর। এরপর বিশ্বকাল খেলার লক্ষ্যে তিনি নিয়মিত ম্যাচ খেলার প্রয়োজনীয়তা অনুভব করেন। সেই তাগিদ থেকেই পারস্পরিক সম্মতিতে গত মাসে সৌদি ক্লাব আল-হিলালের সঙ্গে চুক্তি বাতিল করেন এবং সান্তোসে প্রত্যাবর্তন করেন। নেইমার চোটের কারণে আল-হিলালে মাত্র সাতটি ম্যাচ খেলে এক গোল করেছিলেন।
ঢাকা/নাভিদ