ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাংলাদেশের আফগানিস্তানের দিকে তাকানো উচিত: নাসের হুসেইন

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪২, ২৭ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ২০:৩৭, ২৭ ফেব্রুয়ারি ২০২৫
বাংলাদেশের আফগানিস্তানের দিকে তাকানো উচিত: নাসের হুসেইন

আফগানিস্তানের গুনগান গাচ্ছিলেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসের হুসেইন। কথা প্রসঙ্গে বাংলাদেশকে টেনে আনলেন। এরপর স্রেফ সমালোচনা করলেন। শুধু বাংলাদেশই নয়, নাসের হুসেইন পাকিস্তানকেও মাপছেন বাংলাদেশের পাল্লায়। আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ ও পাকিস্তানের একই হাল। কোনো ম্যাচ না জিতে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে। নিজেদের শেষ ম্যাচটিতে অন্তত এক দলের মুখ রক্ষা হতো। আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি, ২০২৫) সেটাও সম্ভব হয়নি বেরসিক বৃষ্টির কারণে। পয়েন্ট ভাগাভাগিতে ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়েছে।

আগের দিন আফগানিস্তান যেভাবে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়েছে তাতে ক্রিকেট বিশ্বের নজর এখন তাদের দিকেই। ইব্রাহিম জাদরান, আজমতউল্লাহ উমারজাই, মোহাম্মদ নবী, রশিদ খানের মতো পারফর্মাররা দারুণ ক্রিকেট খেলে ইংলিশদের হারিয়েছে। শুধু তা-ই নয়, ২০২৩ বিশ্বকাপেও ইংলিশদের বধ করেছিল আফগানিস্তান। যুদ্ধবিধস্ত একটি দেশের ক্রিকেটাররা যেভাবে অজুত-নিজুত কষ্ট করে, ঘামবিন্দু ঝরিয়ে শীর্ষ পর্যায়ে পারফর্ম করছে তা মুগ্ধ করেছে সবাইকে।

আরো পড়ুন:

নাসের হুসেইনেরও তাদের উন্নতি, একনিষ্ঠ মনোভাব, লড়াইয়ের তাড়না চোখে পড়েছে, ‘‘আফগানিস্তান দল এমন হয়েছে যারা যেকোন প্রতিপক্ষের সঙ্গে লড়াই করতে পারে। ডিভিশন-৫ থেকে সাদা বলে যেকোন দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে সক্ষম- এটিই উন্নতি।'’

বাংলাদেশ ও পাকিস্তানকে নিয়ে কড়া সমালোচনা করে বলেছেন, ‘‘আমি পাকিস্তান ও বাংলাদেশের মতো দলের দিকে তাকিয়ে ভাবি, তাদের আফগানিস্তানের দিকে তাকানো উচিত এবং বলা উচিত, কেন আমরা স্থবির হয়ে পড়েছি? বাংলাদেশ পনেরো বছর আগে যেমন ছিল, সহজভাবে বললে একই ধরনের ক্রিকেট খেলছে এখনো। আর এই পনেরো বছরে আফগানিস্তান এগিয়েছে তরতরিয়ে।’’

আইসিসি ইভেন্টে বাংলাদেশ ধারাবাহিক ভালো না করলেও বলার মতো পারফর্ম করতো। কিন্তু শেষ কয়েকটি ইভেন্টেই বাংলাদেশ সাফল্য পাচ্ছে কেবল নিজেদের থেকে পিছিয়ে থাকা দলের বিপক্ষে। পাকিস্তানের অবস্থাও একই রকম। সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা আধুনিক ক্রিকেটে চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। অন্যদিকে আফগানিস্তান আইসিসি ইভেন্টে অনবদ্য পারফর্ম করে যাচ্ছে।

২০২৩ বিশ্বকাপ থেকে শুরু। ভারতে সেবার ইংল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কাকে হারিয়ে তারা চমক দেখিয়েছিল। অস্ট্রেলিয়াকেও প্রায় তারা মাটিতে নামিয়ে এনেছিল। সেমিফাইনাল খেলার সম্ভাবনাও জাগিয়ে তুলেছিল। ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে তারা সেমিফাইনাল খেলেছিল। তারা অস্ট্রেলিয়াকেও হারিয়েছিল। এবার ইংল‌্যান্ডকে হারিয়েছে। আগামীকাল পাকিস্তানকে হারাতে পারলে তারা চলে যাবে সেমিফাইনালে।

ঢাকা/ইয়াসিন/নাভিদ

সর্বশেষ

পাঠকপ্রিয়