ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মুশফিকময় দিনে অঙ্কনের ফিফটি, হৃদয়ের ঝড়

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৫, ৬ মার্চ ২০২৫   আপডেট: ১৭:৫৭, ৬ মার্চ ২০২৫
মুশফিকময় দিনে অঙ্কনের ফিফটি, হৃদয়ের ঝড়

শের-ই-বাংলায় সব আলো কেড়ে নিয়েছিলেন মুশফিকুর রহিম। রাতে ওয়ানডে থেকে অবসর ঘোষণার পর শুরু। ম্যাচের আগে গার্ড অব অনার আর শেষ কেক কেটে উদযাপন। সবমিলিয়ে মুশফিকময় দিনে হার দিয়ে শুরুর পর বড় জয়ের দেখা পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব।

মিরপুরে ঢাকা লিগের দ্বিতীয় রাউন্ডের খেলায় মুখোমুখি হয় মোহামেডান-রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব। টস হেরে ব্যাটিং করতে নেমে মাত্র ২২২ রান করে রূপগঞ্জ। তাড়া করতে নেমে মাহিদুল ইসলাম অঙ্কন-তাওহীদ হৃদয়ের ব্যাটে ৩৭.৫ ওভারে ৭ উইকেটে জয় পেয়েছে মোহামেডান।

আরো পড়ুন:

অঙ্কন ৯৭ বলে ৮১ ও হৃদয় ৪৭ বলে ৭৪ রান করে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। এক পাশে আগলে রেখে খেলা অঙ্কনের হাতে ওঠে ম্যাচসেরার পুরস্কার। ৫টি চার ও দুটি ছয়ে অঙ্কন সাজান ইনিংসটি।

একপ্রান্তে অঙ্কন যখন ধরে খেলছেন অন্য প্রান্তে ঝড় তোলেন হৃদয়। ১১টি চার ও ১টি ছক্কায় ঝড়ো ইনিংসটি সাজান হৃদয়। অধিনায়ক তামিম ফেরেন ১৭ বলে ১৪ রান করে। আরেক ওপেনার রনি তালুকদারের ব্যাট থেকে আসে ৩৬ রান।

রূপগঞ্জের হয়ে ১টি করে উইকেট নেন ফাহাদ হোসেন, এনামুল হক ও মাহমুদুল হাসান।

এর আগে রূপগঞ্জের ব্যাটাররা আসা-যাওয়ার মিছিলে চ্যালেঞ্জিং স্কোর ছুঁড়তে পারেনি। সর্বোচ্চ ৪১ রান করেন অধিনায়ক আল আমিন জুনিয়র। এ ছাড়া তানভীর হায়দারের ব্যাট থেকে আসে ৩৭ রান।

মোহামেডানের হয়ে দুটি করে উইকেট নেন ইবাদত হোসেন, তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ।

ঢাকা/রিয়াদ/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়