ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভারতীয় ড্রেসিংরুমে রোহিতের অবসর নিয়ে ‘আলোচনা নেই’

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৯, ৮ মার্চ ২০২৫   আপডেট: ২১:২৬, ৮ মার্চ ২০২৫
ভারতীয় ড্রেসিংরুমে রোহিতের অবসর নিয়ে ‘আলোচনা নেই’

দুবাইয়ে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল শেষে ভারতের অধিনায়ক রোহিত শর্মা অবসর নেবেন। এমন জল্পনা কল্পনা চলছে ক্রিকেট বিশ্বে। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর টি-টোয়েন্টি ক্রিকেট থেকে সরে যান রোহিত। তার সঙ্গী হয়েছেন বিরাট কোহলিও।

ভারতীয় গণমাধ্যমের খবর, আগামীকাল চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল শেষে রোহিত ওয়ানডে থেকে সরে যেতে পারেন। সচরাচর দেখা যায়, বড় তারকা ক্রিকেটাররা নিজেদের অবসরের সিদ্ধান্ত আগেভাগেই সতীর্থদের জানিয়ে দেন। এশিয়ার দলগুলোর মধ্যে শ্রীলঙ্কা, ভারতের ক্রিকেটারদের এই রেওয়াজ আছে। বাংলাদেশ ও পাকিস্তানে এমন পেশাদারিত্বে বেশ পিছিয়ে।

আরো পড়ুন:

কিন্তু ফাইনালের আগে ভারতের ড্রেসিংরুমে রোহিতের অবসর নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানালেন সহ অধিনায়ক শুভমান গিল। শনিবার (৭ মার্চ, ২০২৫) ফাইনাল পূর্ববর্তী সংবাদ সম্মেলনে গিল দলকে প্রতিনিধিত্ব করেন। সেখানে রোহিতের অবসর নিয়ে প্রশ্ন উঠে সবার শেষে।

গিল সোজাসাপ্টা বলেছেন, ‘‘না স্যার (রোহিতের অবসর নিয়ে আলোচনা)। এখন পর্যন্ত আমরা কেবল ম্যাচ জেতা, চ্যাম্পিয়নস ট্রফি জেতা নিয়েই আলোচনা করছি। এই সিদ্ধান্ত নিয়ে সে আমার সাথে বা দলের সাথে কোনও কথা বলেনি। আমার মনে হয় না রোহিত এটা নিয়ে ভাবছে।’’

ঢাকা/ইয়াসিন/নাভিদ

সর্বশেষ

পাঠকপ্রিয়