ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

লারাদের হারিয়ে শিরোপা জিতল টেন্ডুলকাররা 

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৪, ১৭ মার্চ ২০২৫   আপডেট: ১৩:৩৬, ১৭ মার্চ ২০২৫
লারাদের হারিয়ে শিরোপা জিতল টেন্ডুলকাররা 

ইন্টারন্যাশনাল মাস্টার্স লিগে খেলেন সব সাবেক ক্রিকেটাররা। এরপরও রায়পুরে রবিবার (১৬ মার্চ, ২০২৫) গ্যালারিতে দর্শক উপস্থিতি ৪৭ হাজার ৩২২ জন। হবেই না বা কেন? এই টুর্নামেন্টের ফাইনালে গতরাতে যে, মুখোমুখি হয়েছিলেন ব্রায়ান লারা ও শচীন টেন্ডুলকার। শেষ হাসিটা অবশ্য শচীনেরই।

ছয় দলের প্রতিযোগিতাটির প্রথম আসরের চ্যাম্পিয়ন হয়েছে শচীন টেন্ডুলকার, যুবরাজ সিংরা। গতরাতে ফাইনালে লারার নেতৃত্বাধীন ওয়েস্ট ইন্ডিজ মাস্টার্সকে ৬ উইকেটে হারিয়েছে টেন্ডুলকারের নেতৃত্বাধীন ভারত মাস্টার্স দল। প্রথমে ব্যাটিং করে ২০ ওভারে ১৪৮ রান করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ৬ উইকেট ও ১৭ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় ভারত দল।

আরো পড়ুন:

ফাইনালে লারা অবশ্য ভালো করতে পারেননি। ৬ বলে ৬ রান করে আউট হয়ে যান ওয়েস্ট ইন্ডিজের টেস্ট ইতিহাসের সফলতম ব্যাটসম্যান। লেন্ডল সিমন্সের ৪১ বলে ৫৭ ও ডোয়াইন স্মিথের ৩৫ বলে ৪৫ রানের সুবাদে ১৪৮ রানের পুঁজি পায় ক্যারিবিয়ানরা।

জবাবে ৬৭ রানের উদ্বোধনী জুটিতে ভারতের ভিত গড়ে দেন টেন্ডুলকার ও আম্বাতি রায়দু। আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ সেঞ্চুরির মাইলফলক ছোঁয়ার ১৩ বছর পূর্তির দিনে ২ চার ও এক ছক্কায় ১৮ বলে ২৫ রান করেন টেন্ডুলকার।

অন্যদিকে রায়দু ৯ চার ও ৩ ছক্কায় ৫০ বলে করেন ৭৪ রান। ইউসুফ পাঠান শূন্য রানে ফিরলেও, দলের জয় নিয়ে মাঠ ছাড়েন যুবরাজ (১৩) ও স্টুয়ার্ট বিনি (১৬)।

ঢাকা/নাভিদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়