ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইমরানউজ্জামাানের সেঞ্চুরিতে অগ্রণীর বড় জয়

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৩, ২৬ এপ্রিল ২০২৫   আপডেট: ১৯:৪৪, ২৬ এপ্রিল ২০২৫
ইমরানউজ্জামাানের সেঞ্চুরিতে অগ্রণীর বড় জয়

বিকেএসপির ৩ নম্বর মাঠে অগ্রণী ব্যাংক ১৩৭ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে গুলশান ক্রিকেট ক্লাবকে। আগে ব্যাটিংয়ে নেমে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব ৭ উইকেটে ৩৪০ রান করে। জবাব দিতে নেমে গুলশান ক্রিকেট ক্লাব গুটিয়ে যায় ২০৩ রানে।

এই ম্যাচে তাদের জয়ের নায়ক অগ্রণী ব্যাংকের ওপেনার ইমরানউজ্জামান। উইকেট রক্ষক ব্যাটাসম্যান ১০৮ বলে ১৭ চার ও ২ ছক্কায় ১২৩ রান করেন। এছাড়া তাইবুর রহমান ৭৫ বলে ৬০ রান করেন ৫ চার ও ১ ছক্কায়। শেষ দিকে দলের দাবি মিটিয়েছেন প্রীতম কুমার। ২০৩.৪৫ স্ট্রাইক রেটে ব্যাটিং করেন প্রীতম। মাত্র ২৯ বলে ২ চার ও ৫ ছক্কায় ৫৯ রান করেন তিনি। তাতে ৩৪০ রানের বিশাল পুঁজি পায় অগ্রণী ব্যাংক। গুলশান ক্রিকেট ক্লাবের হয়ে ৫৪ রানে ৩ উইকেট নেন মইনুল ইসলাম। ২টি করে উইকেট নেন নিহাদুজ্জামান ও খালিদ হাসান।

আরো পড়ুন:

লক্ষ্য তাড়ায় গুলশানের ব্যাটিং একদমই ভালো হয়নি। নিয়মিত ওপেনার তামিম ও আহরার যুব দলের সফরে থাকায় অনেকটা দ্বিতীয় সারির দল নেয় তাদের খেলতে হয়েছিল। তাতে প্রত্যাশিত ফল আসেনি। কোনো মতো ২০৩ রান করে গুটিয়ে যায় তারা। সর্বোচ্চ ৫৯ রান করেন শাকিল হোসেন। নিহাদুজ্জামান ৪৯ ও হাবিবুর শেখ মুন্না ৩৯ রান করেন। বল হাতে সন্দীপ রয় চৌধুরী ৩৫ রানে ৫ উইকেট নিয়ে ছিলেন অগ্রণী ব্যাংকের সেরা। ২টি করে উইকেট পেয়েছেন শুভাগত হোম ও তাইবুর রহমান। সুপার লিগে চার ম্যাচে এটি অগ্রণী ব্যাংকের প্রথম জয়। অন্যদিকে গুলশানের চার ম্যাচে তৃতীয় পরাজয়। দুই দলের কারোরই শিরোপা জয়ের সুযোগ নেই।

ঢাকা/ইয়াসিন/নাভিদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়