ঢাকা     শুক্রবার   ১৩ জুন ২০২৫ ||  জ্যৈষ্ঠ ৩০ ১৪৩২

দর্শককে মারতে গেলেন মাহমুদউল্লাহ

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪২, ২৯ এপ্রিল ২০২৫   আপডেট: ১৭:৪৬, ২৯ এপ্রিল ২০২৫
দর্শককে মারতে গেলেন মাহমুদউল্লাহ

মোহামেডানের হারের পর ড্রেসিংরুমে ফিরছিলেন মাহমুদউল্লাহ ও সতীর্থরা। এ সময় গ্র‍্যান্ড স্ট্যান্ড থেকে কেউ একজন কিছু বলেন মাহমুদউল্লাহকে। পছন্দ হয়নি তার। সঙ্গে সঙ্গে লাফ দিয়ে গ্র‍্যান্ড স্ট্যান্ডে উঠে তাকে মারতে যান মাহমুদউল্লাহ। তার পেছনে আরও কয়েকজন উঠেন। পরে তাকে নামানো হয় নিচে।

ঢাকা প্রিমিয়ার লিগের ফাইনালে আজ আবাহনী লিমিটেডের কাছে ৬ উইকেটে হার মেনেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। ফাইনালে ব্যাট হাতে ৬২ বলে ৪টি চার ও ১ ছক্কায় ৫০ রানের ইনিংস খেলেন মাহমুদউল্লাহ। তার দল পায় ৭ উইকেটে ২৪০ রানের সংগ্রহ। যেটা আবাহনী টপকে যায় ৪০.৪ ওভারে মাত্র ৪ উইকেট হারিয়ে।

মাহমুদউল্লাহ-মুশফিকুর রহিমদের কাছ থেকে মোহামেডানের সমর্থকরা যেমন পারফরম্যান্স প্রত্যাশা করেছিলেন টুর্নামেন্ট জুড়ে সেটা পূরণ করতে পারেননি তারা।

আরো পড়ুন:

ঢাকা/রিয়াদ/আমিনুল


সর্বশেষ

পাঠকপ্রিয়