ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

টিম গড়া থেকে সবকিছুতেই চ্যালেঞ্জ ছিল, এ বছরের ট্রফি স্পেশাল: মোসাদ্দেক

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৪, ২৯ এপ্রিল ২০২৫   আপডেট: ১৮:১৪, ২৯ এপ্রিল ২০২৫
টিম গড়া থেকে সবকিছুতেই চ্যালেঞ্জ ছিল, এ বছরের ট্রফি স্পেশাল: মোসাদ্দেক

ঢাকা লিগের ট্রফি আর আবাহনী যেন একে অপরের পরিপূরক। মোহামেডানকে হারিয়ে এই নিয়ে চব্বিশতম ট্রফি ঘরে তুলেছে আবাহনী। চ্যাম্পিয়নশিপ অর্জনের পর আবাহনীর অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত জানিয়েছেন, এবারের ট্রফি স্পেশাল।

“না, আগের থেকে এই বছরটা স্পেশাল। এ বছরটাতে চ্যালেঞ্জ বেশি ছিল আমাদের। টিম বানানো থেকে সবকিছুতে। সবাই চ্যালেঞ্জ ফেস করেছে। অনেক বড় ইস্যু ছিল সবাই জানি আমরা। প্রত্যেকটা টিমের জন্য। এটা আসলে আমরা প্লেয়াররা যেভাবে স্যাক্রিফাইস করেছি এটা অনেক বড় ব্যাপার।’’

আরো পড়ুন:

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে এভাবে বলেছেন মোসাদ্দেক। আওয়ামী লিগ সরকার ক্ষমতা থাকাকালীন আবাহনীকে সরকারি দল হিসেবে বলা হতো। নানা ধরনের সুযোগ সুবিধা থেকে দল গড়াতেও সেই ছাপ দেখা যেতো। ছিল অর্থের ঝনঝনানিও।

এবার সব বদলে গেছে। ক্লাবটি টিম বানাতেও হিমশিম খেয়েছে। এক ক্রিকেটার স্বাক্ষর করেও পরে চলে যান অন্য দলে। সবমিলিয়ে এমন দল নিয়ে চ্যাম্পিয়ন হতে পেরে সন্তোষ প্রকাশ করছেন মোসাদ্দেক।

“অবশ্যই অনেক সন্তুষ্টির ব্যাপার। অবশ্যই আমাদের যে টিম কেউ না কেউ খেলতেছিল, প্রতিদিন কেউ না কেউ ভালো খেলতেছিল, তরুণ থেকে শুরু করে সবাই ভালো খেলছে। সুপার লিগে যখন আসছি সেই অবদানগুলো আমাদের আত্মবিশ্বাস দিয়েছে, যে কেউ না কেউ দাঁড়াবে।’’

আবাহনীর উপর সবচেয়ে বড় অভিযোগ ছিল আম্পায়ারদের সুবিধা পাওয়া। মোসাদ্দেককেও আম্পায়ারিং নিয়ে প্রশ্ন করা হয়েছিল।

তার উত্তর, “আগের দিন আপনারা যখন আম্পায়ারিং নিয়ে প্রশ্ন করেছিলেন, তখন আমি কিন্তু খুব স্পষ্টভাবে উত্তর দিয়েছি। যখন একটা সিদ্ধান্ত ভুল হবে এটা যদি আমাদের পক্ষে আসে এটা আমাদের খুবই ভালো লাগবে। বিরুদ্ধে গেলে সেটা খুবই খারাপ লাগবে। তারাও মানুষ। তারাও ভুল করতে পারে। সেটা নিয়ে যদি পার্টিকুলার একটা দলের উপর চাপ দিয়ে দেন, সেটা খুবই খারাপ হবে।’’

ঢাকা/রিয়াদ/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়