ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইন্টার পরীক্ষায় ফেল বার্সা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৫, ৭ মে ২০২৫   আপডেট: ১২:৩৮, ৭ মে ২০২৫
ইন্টার পরীক্ষায় ফেল বার্সা

দুই লেগ মিলিয়ে রোমাঞ্চকর ২১০ মিনিটের খেলা হলো; সঙ্গে ১৩টি গোল। তবে শেষ হাসিটা ইন্টার মিলানের। চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে মঙ্গলবার (৬ মে) দিবাগত রাতে বার্সালোনাকে ৪-৩ ব্যবধানে হারিয়েছে সিমিওনে ইনজাগির দল। দুই লেগেই বার্সার অবিশ্বাস্য দুটা প্রত্যাবর্তন স্বত্তেও ৭-৬ গোলের অ্যাগ্রিগেটে তিন বছরের মধ্যে দ্বিতীয়বার চ্যাম্পিয়নস লিগ ফাইনালে পৌঁছাল নেরাজ্জুরিরা।

অতিরিক্ত সময়ে দাভিদে ফ্রাত্তেসির জয়সূচক গোল ৪-৩ ব্যবধানে জয় নিশ্চিত করে ইন্টার। ঠিক সেই মুহুর্তে তাদের ঘরের মাঠ সান সিরোতে আনন্দের বৃষ্টি নামতে শুরু করে, গোটা স্টেডিয়াম উল্লাসে ফেটে পড়ে। ইতিহাসের অন্যতম স্মরণীয় চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের যে গল্পে, তার খুব ক্ষুদ্র অংশ এই মুহুর্ত। তার আগে হইয়েছে রীতিমতো একটা থ্রিলার।

আরো পড়ুন:

বার্সা প্রথম লেগে ২-০ এবং ৩-২ ব্যবধান থেকে ফিরে এসে ৩-৩ সমতায় ম্যাচ শেষ করে। মঙ্গলবার রাতে দ্বিতীয় লেগেও আরেকটি দুর্দান্ত প্রত্যাবর্তন করে। এক পর্যায়ে মনে হচ্ছিল ২০১৫ সালের পর প্রথম ফাইনালের উঠেই গিয়েছে কাতালান জায়ান্টরা।

প্রথমার্ধে লাওতারো মার্তিনেজ ও হাকান চালহানোয়লুর গোলে ২–০ ব্যবধানে পিছিয়ে পড়ার পরও অবিশ্বাস্যভাবে ফিরে এসেছিল বার্সা। বিরতির পর খেলার নিয়ন্ত্রণ নেয় তারা এবং ১৫ মিনিটের মধ্যে এরিক গার্সিয়া ও দানি ওলমো গোলে ম্যাচে সমতা আনে অতিথী দলটি। ম্যাচের ৮৮ মিনিটে রাফিনিয়ার গোলে ৩–২ ব্যবধানে এগিয়ে যায় ফ্লিকের দল। মনে হচ্ছিল ২০১৬-১৭ সালের পর আরেকটি ঘুরে দাঁড়ানোর অদম্য গল্প লিখে ফেলেছে বার্সা।

কিন্তু যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ডেনজেল ডামফ্রিসের ক্রস থেকে গোল করে বার্সাকে স্তব্ধ করে দেন সেন্টারব্যাক ফ্রান্সেসকো আচেরবি। ৩–৩!

অতিরিক্ত সময়ে, ৯৯ মিনিটে ফ্রাত্তেসি ইন্টারকে আবার এগিয়ে নেন। এরপর বাকি দায়িত্ব পালন করেন সুইস গোলরক্ষক ইয়ান সোমার। ইয়ামালের দুটি দুর্দান্ত প্রচেষ্টা রুখে দেন তিনি এবং শেষ পর্যন্ত ইন্টার বার্সেলোনার সমস্ত চেষ্টাকে ব্যর্থ করে ফাইনালে উঠে যায়।

তিনবারের চ্যাম্পিয়ন ইন্টার এখন ৩১ মে মিউনিখে পিএসজি বা আর্সেনালের বিপক্ষে ফাইনালে খেলবে, যেখানে তারা ২০২৩ সালে ম্যানচেস্টার সিটির কাছে হারের স্মৃতি ভুলে নতুন ইতিহাস গড়ার সুযোগ পাবে।

ঢাকা/নাভিদ

সর্বশেষ

পাঠকপ্রিয়