ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সোমারের দেয়ালে ধাক্কা খেয়েই ডুবল বার্সার তরী

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৫, ৭ মে ২০২৫   আপডেট: ১২:৪৭, ৭ মে ২০২৫
সোমারের দেয়ালে ধাক্কা খেয়েই ডুবল বার্সার তরী

দুই দল মিলিয়ে ম্যাচে গোল করল ৭টি, এরপরও ম্যাচসেরার পুরস্কার জিতল কিনা গোলরক্ষক! এতেই বুঝা যায় চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে মঙ্গলবার (৬ মে) দিবাগত রাতে কি দারুণ মহারণ উপহার দিয়েছে ইন্টার মিলান ও বার্সেলোনা। কাতালান জায়ান্টদের একের পর এক প্রচেষ্টা প্রতিহিত করে ২০২৩ সালের পর আবারও নেরাজ্জুরিদের ফাইনালে তুললেন সুইস গোলরক্ষক ইয়ান সোমার।

সান সিরোতে রোমাঞ্চকর দুই লেগ শেষে ইন্টার ৭-৬ অ্যাগ্রিগেটে জয়ী হয়। এই ম্যাচে সোমার সাতটি দুর্দান্ত সেভ করেন। তার অতিমানবীয় পারফরম্যান্সেই ঘরের মাঠ সান সিরোতে আশি হাজার দর্শকের গর্জন পূর্ণতা লাভ করে।

আরো পড়ুন:

রোলার কোস্টারের মতো চলা ম্যাচের ১১৪তম মিনিটে ইন্টার এগিয়ে ছিল ৪-৩ ব্যবধানে। এই সময় বার্সার তরুণ উইঙ্গার লামিনে ইয়ামালের একটি দুর্দান্ত এক বাঁকানো শট সোমার পোস্টের বাইরে ঠেলে দেন। মাঠের প্রতিটি মানুষের তখন চোখ ছানাবড়া হওয়ার মতো অবস্থা। মূলই এই সেভটাই স্বাগতিকদের ফাইনালে তুলেছে।

ম্যাচ শেষে সোমার বলেন, “আমি খুব খুশি, অবিশ্বাস্য ম্যাচ এক ছিল। দল আজ রাতে অসাধারণ কিছু করেছে। লামিনের শেষ শটটি যেভাবে ঠেকাতে পেরেছি, সেটি অবশ্যই বিশেষ। ও (ইয়ামাল) একজন দুর্দান্ত খেলোয়াড়, সবসময় ড্রিবল করে ভেতরের দিকে এসে শট নেয়। আমি খুশি সেটা গোল হয়নি। এই ম্যাচ প্রমাণ করে আমরা শেষ মুহূর্ত পর্যন্ত বিশ্বাস রেখেছিলাম। আচেরবি যা করলো... ৯৩তম মিনিটে গোল করে ম্যাচ টাই করলো। আমরা শেষ পর্যন্ত লড়াই করেছি।”

ঢাকা/নাভিদ

সর্বশেষ

পাঠকপ্রিয়