যে ভাবনায় শান্ত আরো এক বছর টেস্ট দলের অধিনায়ক

নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে আরো এক বছর টেস্ট ক্রিকেটে খেলবে বাংলাদেশ। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৫-২৭ চক্রে বাংলাদেশের মিশন শুরু হচ্ছে শ্রীলঙ্কা সফর দিয়ে। গল ও কলম্বোতে বাংলাদেশ দুটি টেস্ট খেলবে।
এই সিরিজ দিয়েই অধিনায়ক শান্তর নতুন মিশন শুরু হতে যাচ্ছে। শুধু শান্তই নন, তার ডেপুটি মেহেদী হাসান মিরাজের মেয়াদ এক বছর বাড়ানো হয়েছে। ওয়ানডে দলের নেতৃত্বে এখনও রয়েছেন শান্ত। নিজ থেকে ছেড়েছেন টি-টোয়েন্টির দায়িত্ব। তবে রান খরায় থাকায় তার জায়গা নিয়ে নানা সময়ে প্রশ্ন উঠছে। টেস্ট দলে বেশ অভিজ্ঞ হয়েছেন বাঁহাতি ব্যাটসম্যান। রানও করছেন টুকটাক। দলকে যুৎসই নেতৃত্ব দিচ্ছেন।
কোন ভাবনায় শান্তকে সাদা পোশাকে আরো এক বছরের দায়িত্ব বাড়ানো হয়েছে? জানতে চাওয়া হয়েছিল বিসিবির সহ সভাপতি ও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীনের কাছে।
রাইজিংবিডিকে তিনি বললেন, ‘‘আমরা চেয়েছি একজন নিয়মিত অধিনায়ক টেস্ট ক্রিকেটে আমাদের দলকে পরিচালনা করুক। শান্ত দলকে ভালোভাবেই নেতৃত্ব দিচ্ছে। নতুন কাউকে হুটহাট তৈরি করা যাবে না। আমাদের বিশ্বাস আছে তার ওপর। এটা আমরা বিশ্বাস করি, একজন অধিনায়ককে নিজের কারিশমা দেখানোর জন্য লম্বা সময় দেওয়ার প্রয়োজন। শান্তকে আমরা ওই স্পেসটা দিতে চাচ্ছি। এতোটুকুই। ’’
তবে পরিসংখ্যান তার হয়ে কথা বলছে না। ১২ টেস্টে শান্ত দলকে এখন পর্যন্ত নেতৃত্ব দিয়েছেন। ৪ জয়ের বিপরীতে ৮টিই ম্যাচ হেরেছে। চার জয়ের ভেতরে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক দুটি টেস্ট জয় রয়েছে। এছাড়া ঘরের মাঠে নিউ জিল্যান্ড এবং জিম্বাবুয়েকে হারিয়ে শান্তর দল।
তার ব্যক্তিগত পারফরম্যান্সও আশাব্যাঞ্জক নয়। ৩৫ টেস্টে ২৯.০৬ গড়ে ৫ সেঞ্চুরিতে ১৮৮৯ রান করা শান্ত অধিনায়ক হিসেবে ১২ টেস্টে ২৭.৫৪ গড়ে ৬০৬ রান করেছেন। সেঞ্চুরি মাত্র ১টি। শান্তকে বড় দায়িত্ব দেওয়ার পেছনে তার সামর্থ্যকে গুরুত্ব দিয়েছে বিসিবি। তার ব্যক্তিগত পারফরম্যান্স নিয়ে তেমন চুলছেড়া বিশ্লেষণ হয়নি।
নাজমুল আবেদীন বললেন, ‘‘অধিনায়ককে অবশ্যই পারফর্ম করতে হয়। পারফর্ম করলে দলকে পরিচালনার কাজটা সহজ। আমরা শান্তর ওপর যে বিশ্বাসটা রেখেছি, টেস্ট দিলের দায়িত্ব আরো এক বছর বাড়িয়েছি আশা করছি সেটার ফল বাংলাদেশ ক্রিকেট পাবে। নিজেকে কিভাবে শান্ত তৈরি করবে, এই এক বছরে বাংলাদেশের টেস্ট ক্রিকেট বিয়ে ভাববে সেটা অবশ্যই মূল্যায়ন হবে।’’
ঢাকা/ইয়াসিন