ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

১৩ ছক্কায় ম্যাক্সওয়েলের ঝড়ো সেঞ্চুরি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২০, ১৮ জুন ২০২৫  
১৩ ছক্কায় ম্যাক্সওয়েলের ঝড়ো সেঞ্চুরি

মেজর লিগ ক্রিকেটে গ্লেন ম্যাক্সওয়েলের ৪৯ বলের ঝড়ো অপরাজিত ১০৬ রানের সেঞ্চুরিতে ওয়াশিংটন ফ্রিডম ১১৩ রানের বড় জয় পেয়েছে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের (এলএকেআর) বিপক্ষে। ইনিংসের শুরুতে চাপে পড়ে গেলেও ছয় নম্বরে নেমে একাই ম্যাচের চিত্র বদলে দেন ম্যাক্সওয়েল। তার ব্যাটে ভর করেই ওয়াশিংটন ৫ উইকেটে ২০৮ রান পর্যন্ত যেতে পারে। এরপর বল হাতে চেপে ধরে প্রতিপক্ষকে গুটিয়ে দেয় মাত্র ৯৫ রানে।

এটি ছিল ওয়াশিংটনের তৃতীয় ম্যাচে দ্বিতীয় জয়। এই জয়ে তারা পয়েন্ট টেবিলের তিন নম্বরে অবস্থান নিয়েছে। অন্যদিকে, লস অ্যাঞ্জেরেলস এখনো জয়বিহীন। তিন ম্যাচের তিনতেই হেরে পাঁচ নম্বরে রয়েছে। নেট রান রেটের দয়ায় কেবল তলানি থেকে উপরে আছে।

আরো পড়ুন:

আগে ব্যাট করতে নেমে ওয়াশিংটন ৬৮ রানে ৪ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে। সেখান থেকেই ছক্কা-চারের ঝড় তোলেন ম্যাক্সওয়েল। ১৩টি ছক্কা আর ২টি চারে তুলে নেন নিজের অষ্টম টি-টোয়েন্টি সেঞ্চুরি। এই ইনিংসটি হয়ে রইল টুর্নামেন্টের ইতিহাসে সপ্তম শতক। শেষ ১০ ওভারে তার একার হাতেই দল তুলেছে ১২৪ রান! তার সাথে সঙ্গ দিয়ে গেছেন মার্ক চ্যাপম্যান (১৭ বলে ২১) ও ওবাস পিয়েনার (১৫ বলে অপরাজিত ১৪)। তাতে ২০৮ রান তুলতে পারে ওয়াশিংটন।

কর্নে ড্রাই ও তানভীর সাঙ্গা ২টি করে উইকেট নেন।

জবাব দিতে নেমে লস অ্যাঞ্জেলেস ইনিংস শুরুই করে দুঃস্বপ্নের মতো। অ্যালেক্স হেলস, সুনীল নারিন ও উন্মুক্ত চাঁদ তিনজনই ফেরেন ‘ডাক’ মেরে। টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি ইতিহাসে এমন ঘটনা চতুর্থবারের মতো ঘটল, যেখানে ওপেনার ও তিন নম্বর ব্যাটসম্যান একসাথে রানের খাতা না খুলেই ফিরলেন।

মাঝে সাইফ বাদার (৩২) ও অধিনায়ক জেসন হোল্ডার (২৩) কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও হারের ব্যবধান ১০০ রানের নিচে নামাতে পারেননি।

বল হাতে ওয়াশিংটনের জ্যাক এডওয়ার্ডস ছিলেন বিধ্বংসী। তিনি ফিরিয়েছেন চাঁদ, পাওয়েল ও হোল্ডারকে। তিনটি উইকেট নেন মিচেল ওয়েনও। অন্যদিকে, ম্যাচের শুরু ও শেষ উইকেট তুলে নিয়ে সৌরভ নেত্রাভালকারও রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। তাতে লস অ্যাঞ্জেলেসের ইনিংস শেষ হয় ১৬.৩ ওভারে মাত্র ৯৫ রানে।

সেঞ্চুরি হাঁকিয়ে ম্যাচসেরা হন গ্লেন ম্যাক্সওয়েল।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়