ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বার্ষিক বেতন ৪০ লাখ ডলার, রিয়াল ছেড়ে কোন ক্লাবে যাচ্ছেন মদ্রিচ?

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৬, ২৫ জুন ২০২৫   আপডেট: ২০:২০, ২৫ জুন ২০২৫
বার্ষিক বেতন ৪০ লাখ ডলার, রিয়াল ছেড়ে কোন ক্লাবে যাচ্ছেন মদ্রিচ?

সময় এসে গেছে, বিদায় বলার। ১৩ বছরের রুপকথার গল্প শেষ করে রিয়াল মাদ্রিদ ছাড়ছেন লুকা মদ্রিচ। সাদা জার্সিতে স্মরণীয় এক যুগ কাটিয়ে এবার তিনি পাড়ি জমাচ্ছেন ইতালির ফুটবল ঐতিহ্যের আরেক গর্ব এসি মিলানে।

রিয়ালের হয়ে ৫৯০টি ম্যাচ, ৬টি চ্যাম্পিয়নস লিগ, ৪টি লা লিগাসহ মোট ২৮টি ট্রফি! এমন সাফল্যে মোড়া এক ক্যারিয়ার শেষ করাটা সহজ নয়। তাই হয়তো ঘরের মাঠে শেষ ম্যাচে চোখের কোণে পানি নিয়ে বিদায় জানিয়েছিলেন সমর্থকদের, হৃদয়ে রেখে গেছেন স্মৃতির পাহাড়।

আরো পড়ুন:

তবে ক্যারিয়ারের গতি এখনো থামেনি। ইউরোপীয় ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ পর্যায়ে তিনি নিজেকে ধরে রাখছেন। ৩৮ বছর বয়সেও পেশাদারিত্বে ঘাটতি নেই বলেই হয়তো তাকে নিতে আগ্রহী হয়ে উঠেছে ইতালির ক্লাব এসি মিলান।

যদিও এখনও চূড়ান্ত ঘোষণা আসেনি, মিলানের স্পোর্টিং ডিরেক্টর ইগলি তারা নিশ্চিত করেছেন, ক্লাব বিশ্বকাপের পর এই ক্রোয়াট মহাতারকাকে দেখা যাবে লাল-কালো জার্সিতে।

আরও চমকপ্রদ তথ্য, এক বছরের চুক্তিতে মদ্রিচের বার্ষিক আয় হবে প্রায় ৪০ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৯ কোটি টাকা! সঙ্গে থাকছে বিশেষ পারফরম্যান্স বোনাসও।

যেখানে অনেকেই ক্যারিয়ারের শেষ প্রান্তে গিয়ে বড় মঞ্চ থেকে সরে দাঁড়ান, মদ্রিচ সেখানে যুদ্ধজয়ের তৃষ্ণা নিয়ে এসি মিলানের শিবিরে যোগ দিচ্ছেন। তার পায়ে এখনো যাদু আছে, আর মগজে খেলার দর্শন।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়