ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

তিনশোর নিচে লক্ষ্য রাখল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৪, ৮ জুলাই ২০২৫   আপডেট: ২৩:০৩, ৮ জুলাই ২০২৫
তিনশোর নিচে লক্ষ্য রাখল বাংলাদেশ

চারিথ আসালাঙ্কার কথা রাখলেন ব্যাটসম্যানরা। টসের পরপর উইকেট দেখে লঙ্কান অধিনায়ক বলেছিলেন, ২৮০ রান হলেই হবে। ব্যাটসম্যানরা সেই চেষ্টায় সফল।

ক্যান্ডিতে আগে ব্যাটিং করতে নেমে ৭ উইকেটে ২৮৫ রান করেছে শ্রীলঙ্কা। সিরিজ নির্ধারণী ম্যাচে বিশাল এই পুঁজি নিশ্চিতভাবেই বড় আত্মবিশ্বাস দেবে বোলারদের।

আরো পড়ুন:

যদিও আধুনিক ক্রিকেটে কোনো রানই নিরাপদ নয়। বিশেষ করে প্রথম দুই ওয়ানডেতে যেখানে রান খরায় ভুগেছেন ব্যাটসম্যানরা। আজ ব্যাটিংবান্ধব উইকেটে ঠিকই জ্বলে উঠলেন তারা।

টার্গেট আরো বড় হতে পারত। লঙ্কান ব্যাটসম্যানরা ক্ষীপ্র গতিতে যেভাবে রান তুলছিলেন তাতে তিনশর বেশি রান না হওয়াটাই অবাক করেছে। এজন্য ক্রেডিট দিতে হবে বাংলাদেশের বোলারদের।

৪০ ওভার শেষে শ্রীলঙ্কার রান ছিল ৩ উইকেটে ২২২। শেষ ১০ ওভারে হাতে উইকেট রেখে তারা ঝড় তুলবেন তা প্রত্যাশিতই ছিল। কিন্তু ৪১তম ওভার থেকেই ব্যাকফুটে যাওয়া শুরু তাদের। বিশেষ করে তাসকিন, মিরাজ ও শামীম উইকেট নেওয়ায় কিছুটা চাপে পড়ে তারা। শেষ দিকে অবশ্য আলগা বোলিংয়ে রানও পেয়েছেন তারা।

সিরিজের দ্বিতীয় সেঞ্চুরি এসেছে কুলশ মেন্ডিসের ব্যাট থেকে। ১১৪ বলে ১৮ চারে ১২৪ রান করেন তিনি। আউট হন শামীমকে ফিরতি ক্যাচ দিয়ে। এছাড়া চারিথ আসালাঙ্কা ৬৮ বলে ৫৮ রান করেন ৯ চারে। চতুর্থ উইকেট জুটিতে মেন্ডিস ও আসালাঙ্কা ১১৭ বলে ১২৪ রান করেন। ওপেনিংয়ে ৩৫ রান আসে পাথুম নিশাঙ্কার ব্যাট থেকে।

বাংলাদেশের বোলারদের মধ্যে সেরা ছিলেন তাসকিন ও মিরাজ। দুজন ২টি করে উইকেট নেন। ১টি করে উইকটে পেয়েছেন তানজিম, তানভীর ও শামীম।

ঢাকা/ইয়াসিন/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়