ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

১৫ বলে ৫ উইকেট নিয়ে স্টার্কের বিশ্ব রেকর্ড

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৪৮, ১৫ জুলাই ২০২৫   আপডেট: ০৩:০৬, ১৫ জুলাই ২০২৫
১৫ বলে ৫ উইকেট নিয়ে স্টার্কের বিশ্ব রেকর্ড

প্রথম ওভারে ৩ উইকেট। দ্বিতীয় ওভারে কোনো উইকেট নেই। তৃতীয় ওভারে ফিরে তিন বলের ব‌্যবধানে ২ উইকেট। ৫ উইকেটের কীর্তি মিচেল স্টার্কের। সবচেয়ে কম বলে টেস্ট ক্রিকেটে ৫ উইকেট নেওয়ার বিশ্ব রেকর্ড গড়লেন অস্ট্রেলিয়ান পেসার স্টার্ক।

সোমবার কিংসটনে ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসে ধস নামান স্টার্ক। ২০৪ রানের লক্ষ‌্য তাড়ায় ব‌্যাটিংয়ে নেমে ১১ রানে ৬ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। যার ৫টিই নিয়েছেন স্টার্ক। এর আগে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসও গুটিয়ে যায় মাত্র ১২১ রানে।

আরো পড়ুন:

পেসাদের রাজত্বের সিরিজে শেষটা রাঙালেন স্টার্ক। নতুন বল হাতে নিয়ে প্রথম বলেই তার শিকার জন ক‌্যাম্বেল। বেরিয়ে যাওয়া বলে ব‌্যাট ছুঁয়ে উইকেটের পেছনে ক‌্যাচ দেন বাঁহাতি ব‌্যাটসম‌্যান। এরপর পঞ্চম ও ষষ্ঠ বলে আউট যথাক্রমে অ‌্যান্ডারসন ও কিং। অ‌্যান্ডারসন বল ছেড়ে প্লাম এলবিডব্লিউ হন। কিং সুইংয়ে পরাস্ত হয়ে বোল্ড।

দ্বিতীয় ওভারেও স্টার্ক ছিলেন অন টার্গেট। তবে লুইস তাকে থামিয়ে রাখতে সফল হন। মেডেন ওভারে কোনো উইকেট পাননি বাঁহাতি পেসার। এজন‌্য বেশিক্ষণ অপেক্ষাও করতে হয়নি শততম টেস্ট খেলতে নামা স্টার্ককে। তৃতীয় ওভারের প্রথম বল। মিকাইল লুইস এলবিডব্লিউ হয়ে সাজঘরে।

এই উইকেট নিয়ে স্টার্ক ঢুকে যান টেস্ট ক্রিকেটের ৪০০ উইকেটের এলিট ক্লাবে। অস্ট্রেলিয়ার হয়ে যে ক্লাব পেরিয়েছেন কেবল নাথান লায়ন (৫৬২), গ্লেন ম‌্যাকগ্রা (৫৬৩) ও শেন ওয়ার্ন (৭০৮)।

ওই ওভারের তৃতীয় বলেই আসে মাহেন্দ্রক্ষণ। স্টার্কের ইনিংসের ১৫তম বল। সেই হোপ ১৪৪ কিমির বলে এলবিডব্লিউ। স্টার্ক তখন সাফল‌্যের মধ‌্যগগণে। টেস্ট ক্রিকেটের বয়স দেড়শ বছরের কাছাকাছি। লম্বা এই সময়ে এতো কম বলে কেউ পারেননি ফাইফারের স্বাদ নিতে।

স্টার্ক করে দেখালেন। গোলাপি বলে উড়ালেন বিশ্ব রেকর্ডের পতাকা।  

টেস্ট ক্রিকেটে দ্রুততম ৫ ‍উইকেট

১৫ বল – মিচেল স্টার্ক ( প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, ২০২৫)

১৯ বল- এরনিয়ে তোশাক ( প্রতিপক্ষ ভারত, ১৯৪৭)

১৯ বল- স্টুয়ার্ট ব্রড ( প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ২০১৫)

১৯ বল- স্কট বোল‌্যান্ড ( প্রতিপক্ষ ইংল‌্যান্ড, ২০২১)

২১ বল- শেন ওয়াটসন ( প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, ২০১১)

 

ঢাকা/ইয়াসিন

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়