ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চতুর্থ টেস্টে ইংল্যান্ড দল ঘোষণা, ৮ বছর পর ফিরলেন ডসন

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৭, ১৫ জুলাই ২০২৫  
চতুর্থ টেস্টে ইংল্যান্ড দল ঘোষণা, ৮ বছর পর ফিরলেন ডসন

সোমবার লর্ডস টেস্ট রুদ্ধশ্বাস লড়াইয়ের পর ২২ রানে জিতে পাঁচ ম্যাচ সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে যায় ইংল্যান্ড। ২৩ জুলাই থেকে ম্যানচেস্টারে শুরু হবে সিরিজের চতুর্থ টেস্ট। তার আগে আজ মঙ্গলবার এই টেস্টের দল ঘোষণা করেছে ইংল্যান্ড। এই দলে ৮ বছর পর ফিরেছেন স্পিন বোলিং অলরাউন্ডার লিয়াম ডসন।

ডসন সবশেষ টেস্ট খেলেছিলেন ২০১৭ সালের জুলাই মাসে। মূলত তৃতীয় টেস্টে বাম হাতের আঙ্গুলের ইনজুরিতে পড়েছেন শোয়েব বশির। তিনি আর এই সিরিজে খেলতে পারবেন না। সে কারণে তার জায়গায় ডসনকে নেওয়া হয়েছে।

আরো পড়ুন:

ডসন এ পর্যন্ত তিনটি টেস্ট খেললেও সাম্প্রতিক বছরগুলোতে হ্যাম্পশায়ারের হয়ে বেশ ধারাবাহিক পারফরম্যান্স করেছেন। ২০২৩ ও ২০২৪ সালে তিনি ‘পিসিএ বর্ষসেরা’ খেলোয়াড়ের পুরস্কারও জিতেছিলেন।

সম্প্রতি কাউন্টি চ্যাম্পিয়নশিপে হ্যাম্পশায়ারের হয়ে ৯ ম্যাচের সবগুলো খেলে ২১ উইকেট নিয়েছেন। যেখানে তার গড় ৪০.০৪। এছাড়া ভিটালিটি ব্লাস্টে তিনি ১০ ম্যাচে নিয়েছেন ১১ উইকেট।

তাকে দলে নেওয়ার বিষয়ে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের জাতীয় নির্বাচক লুক রাইট বলেছেন, ‘‘লিয়াম ডসন দলে ডাক পাওয়ার যোগ্য। সে এটা ডিজার্ভ করে। কাউন্টি চ্যাম্পিয়নশিপে সে অসাধারণ পারফরম্যান্স করেছে এবং হ্যাম্পশায়ারের হয়ে ধারাবাহিকভাবে ভালো খেলেছে।’’

৩৫ বছর বয়সী ডসন গেল মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি খেলেছিলেন। সেটাও প্রায় তিন বছর পরে। তবে সিরিজে ৫ উইকেট নিয়ে যৌথভাবে তিনি সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন। ২০১৬ সালে তিন ফরম্যাটের ক্রিকেটে তার অভিষেক হয়েছিল। কিন্তু গেল মাসে তিনি এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘‘টেস্ট ক্রিকেট আমার রাডারের বাইরে।’’ কিন্তু সেই ফরম্যাটেই এবার তিনি ডাক পেলেন ৮ বছর পরে!

চতুর্থ টেস্টে ইংল্যান্ড দল:
বেন স্টোকস (অধিনায়ক), জোফরা আর্চার, গাস অ্যাটকিনসন, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, জ্যাক ক্রাউলি, লিয়াম ডসন, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, জেমি স্মিথ, জশ টাঙ ও ক্রিস ওকস।

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়