জয়ের পরও স্বস্তি নেই ইংল্যান্ডের, শাস্তির খড়গে কাটা গেল পয়েন্ট!
লর্ডসে ভারতের বিপক্ষে রোমাঞ্চকর জয় উদযাপন করছিল ইংল্যান্ড। ২২ রানের জয় এনে দিয়ে সিরিজে এগিয়ে যাওয়ার উচ্ছ্বাস তখন তুঙ্গে। কিন্তু ম্যাচ শেষে সেই আনন্দে হঠাৎ করেই ছায়া ফেলল শাস্তির খবরে। স্লো ওভার রেটের দায়ে কেবল জরিমানা নয়, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ পয়েন্টও হারাতে হলো বেন স্টোকসদের দলকে।
ম্যাচের সময় নির্ধারিত থাকলেও, ইংল্যান্ড তাদের বোলিং ইনিংসে নির্ধারিত সময়ের চেয়ে দুই ওভার কম শেষ করতে পেরেছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) নিয়ম অনুযায়ী, প্রতি অনুপূরণকৃত ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ কেটে নেওয়া হয়। সেই হিসাবেই ইংলিশ ক্রিকেটারদের কাটা হয়েছে ম্যাচ ফির ১০ শতাংশ এবং দলকে হারাতে হয়েছে দুটি গুরুত্বপূর্ণ চ্যাম্পিয়নশিপ পয়েন্ট।
আইসিসির পক্ষ থেকে জানানো হয়, ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস ভুল স্বীকার করেছেন এবং আরোপিত শাস্তি মেনে নিয়েছেন। ফলে আলাদা করে কোনো শুনানির প্রয়োজন হয়নি। নিয়মভঙ্গ স্বীকার করেই এই শাস্তি মাথা পেতে নেয় ইংলিশ শিবির।
এই পয়েন্ট কাটা ইংল্যান্ডের জন্য বড় ধাক্কা হয়ে এসেছে। কারণ, এর ফলে তারা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থান থেকে নেমে গেছে তৃতীয় স্থানে। তাদের স্থান দখল করে নিয়েছে শ্রীলঙ্কা। অন্যদিকে, ক্যারিবিয়ানদের বিপক্ষে হোয়াইটওয়াশ করে ৩-০ ব্যবধানে সিরিজ জিতে শীর্ষে আছে অস্ট্রেলিয়া।
লর্ডস টেস্টে শুধুমাত্র ওভার রেট নয়, বলের আকার নিয়েও কিছুটা বিভ্রান্তি দেখা যায়। ম্যাচ চলাকালীন বেশ কয়েকবার বল বদলাতে বাধ্য হন আম্পায়াররা, যা ম্যাচের গতিতে প্রভাব ফেলেছে বলেই মনে করছেন বিশ্লেষকরা। যদিও তা সরাসরি শাস্তির অংশ না হলেও, ইংল্যান্ডের সময় ব্যবস্থাপনায় নেতিবাচক প্রভাব ফেলতে ভূমিকা রেখেছে।
ঢাকা/আমিনুল