ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বৃষ্টি থামালো ম্যাচ, রংপুরের ব্যাটিং বিপর্যয় ঢাকা পড়ল এক পয়েন্টে

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৩, ১৮ জুলাই ২০২৫   আপডেট: ১৩:৩৭, ১৮ জুলাই ২০২৫
বৃষ্টি থামালো ম্যাচ, রংপুরের ব্যাটিং বিপর্যয় ঢাকা পড়ল এক পয়েন্টে

আগেই ফাইনাল নিশ্চিত করে রেখেছিল রংপুর রাইডার্স। তাই সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচটা ছিল শুধুই নিয়মরক্ষার। কিন্তু এই ‘অহেতুক’ ম্যাচেই ব্যাটিংয়ে বড় ধাক্কা খেল সোহান বাহিনী। মাত্র ৭৯ রানে গুটিয়ে যাওয়ার পর মাঠে নামারই সুযোগ পেল না প্রতিপক্ষ। বৃষ্টির হস্তক্ষেপে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করে দুই দলকে দেওয়া হয় সমান ১ পয়েন্ট।

টস জিতে ব্যাটিংয়ে নেমে ম্যাচের শুরুতেই বাজে বার্তা পাঠান সৌম্য সরকার, প্রথম বলেই ফেরেন শূন্যরানে। এরপর দ্রুত বিদায় নেন আরেক ওপেনার ইব্রাহিম জাদরান (৫)। ইনিংসের চতুর্থ ওভারে বৃষ্টি এসে ম্যাচটিকে রূপ দেয় ১৪ ওভারের সংক্ষিপ্ত লড়াইয়ে।

আরো পড়ুন:

পুনরায় খেলা শুরু হলে মাহিদুল ইসলাম অঙ্কন ও সাইফ হাসান কিছুটা লড়াইয়ের চেষ্টা করলেও সেটাও দীর্ঘস্থায়ী হয়নি। দুজনই করেন ২৫ রান করে। কিন্তু দুজনের বিদায়ের পরই ভেঙে পড়ে রংপুরের ব্যাটিং লাইনআপ। একে একে ফিরেছেন সোহান (৫), ইফতিখার (৩), রাব্বি, শামীমরা। কেউই দাঁড়াতে পারেননি সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের ধারালো বোলিংয়ের সামনে।

দলীয় ১৩.৪ ওভারে ৭৯ রানেই থেমে যায় রংপুরের ইনিংস। কিউই বোলারদের মধ্যে আঙ্গুশ, টিকনার ও লেনক্স শিকার করেন সমান ৩টি করে উইকেট।

তবে ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ায় পয়েন্ট ভাগাভাগিতে শেষ হলো দিন। ফলে বড় ক্ষতি হয়নি রংপুরের। গায়ানা, হোবার্ট ও দুবাইয়ের বিপক্ষে টানা তিন জয়ে আগেই ফাইনালের টিকিট নিশ্চিত করে রেখেছিল তারা।

এখন চোখ ১৯ জুলাই ভোর ৫টায়, বাংলাদেশ সময়। গায়ানা অ্যামাজনের বিপক্ষে ট্রফির লড়াইয়ে নামবে রংপুর রাইডার্স। সেখানে সৌম্য-জাদরানদের হতশ্রী পারফরম্যান্স ভুলে ফাইনালে নতুন শুরু করতে মরিয়া থাকবে সোহানের দল।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়