ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘আমাদের হৃদয় ভেঙে যাচ্ছে, আমরা বিধ্বস্ত’

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৯, ২১ জুলাই ২০২৫   আপডেট: ২২:১৭, ২১ জুলাই ২০২৫
‘আমাদের হৃদয় ভেঙে যাচ্ছে, আমরা বিধ্বস্ত’

তামিম ইকবাল, লিটন কুমার দাস ও মোস্তাফিজুর রহমান

ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভেতরে বিমান বাহিনীর একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ক্রিকেটাঙ্গনে। ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি শোক জানিয়ে তাদের পাশে দাঁড়ানোর কথা বলেছেন তারকা ক্রিকেটাররা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে নিজেদের প্রতিক্রিয়া দিয়েছেন তারা।  

আরো পড়ুন:

লিটন কুমার দাস লিখেছেন, ‘‘উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ঘটনায় ক্ষতিগ্রস্থ সকলের জন্য অন্তর থেকে প্রার্থনা করছি। ভুক্তভোগীদের এবং তাদের পরিবারের প্রতি শান্তি, আরোগ্য এবং শক্তি কামনা করি।’’

পেসার তাসকিন আহমেদ লিখেছেন, ‘‘হে মহান আল্লাহ। উত্তরায় মাইলস্টোন কলেজের উপর ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আহত ও অগ্নিদগ্ধ সবাইকে আপনি আপনার রহমতের চাদরে ঢেকে রাখুন। আপনার অশেষ দয়ায় তাদের কষ্ট লাঘব হোক, ফিরে পাক সুস্থতা ও শান্তি।’’

আরেক পেসার মোস্তাফিজুর রহমান লিখেছেন, ‘‘মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনার মর্মান্তিক খবর শুনে আমি মর্মাহত। এই মর্মান্তিক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সকলের প্রতি আমার সমবেদনা এবং প্রার্থনা।’’

জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল লিখেছেন, ‘‘যা হয়েছে ও হচ্ছে, সবকিছুই প্রচণ্ড বেদনাদায়ক। আমাদের হৃদয় ভেঙে যাচ্ছে, আমরা বিধ্বস্ত। আপাতত সংবাদকর্মীদের প্রতি অনুরোধ, বিশেষ করে টিভি ও ডিজিটাল মিডিয়ার কাছে অনুরোধ, আক্রান্ত বাচ্চাদের রক্তাক্ত ও আহত অবস্থার এ সব ছবি-ভিডিও লাইভ দেখাবেন না। দেখালেও অন্তত ঝাপসা করে দেবেন দয়া করে। ওরা আমার বাচ্চা। ওদের জন্য আমাদের সবটুকু প্রার্থনা।’’

পেসার শরীফুল ইসলাম লিখেছেন, ‘‘একটি স্কুল, শিশুরা, নিরাপত্তার আশ্রয়। আর সেখানে নেমে এলো ভয়াবহতা। এ কষ্ট শুধু একজনের না, পুরো জাতির। আমরা শোকাহত। আমরা ব্যথিত। আমরা দোয়া করি, সকল আহতের দ্রুত সুস্থতা কামনায়, এবং নিহতের আত্মার মাগফিরাতের জন্য।’’

ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলেছেন, ‘‘উত্তরার মাইলস্টোন কলেজের জন্য প্রার্থনা।’’

ওপেনার তানজিদ হাসান তামিম লিখেছেন, ‘‘হৃদয় বিদারক। আল্লাহ আমাদের সাথে থাকুন, মাইলস্টোনের জন্য প্রার্থনা করুন।’’

স্পিনার নাসুম আহমেদ লিখেছেন, ‘‘উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে ভয়াবহ দুর্ঘটনার সৃষ্টি করেছে। নিহত ও আহতরে প্রতি আমাদের গভীর সমবেদনা।’’

লেগ স্পিনার রিশাদ হোসেন রিশাদ হোসেন লিখেছেন, ‘‘হে আল্লাহ, রহম করুন সবাইকে।’’

ওপেনার পারভেজ হোসেন ইমন লিখেছেন, ‘‘মাইলস্টোনের জন্য প্রার্থনা। আল্লাহ।’’

উইকেট রক্ষক ব্যাটসম্যান জাকের আলী অনিক লিখেছেন, ‘‘হৃদয় বিদারক। আল্লাহ সবাইকে রক্ষা করুন।’’

তাওহীদ হৃদয় লিখেছেন, ‘‘এর থেকে কষ্টের খবর আর হতে পারে না। নিস্পাপ বাচ্চাগুলোর কষ্ট সহনীয় নয়। সবাই মিলে মহান আল্লাহপাকের কাছে দোয়া করি, যেন আল্লাহপাক আহতদের কষ্ট কমিয়ে দেন।’’
উইকেট রক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান লিখেছেন, ‘‘মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতরে আল্লাহ শাহাদাতের মর্যাদা দিন। আহত সকলকে আল্লাহ তা'আলা দ্রুত সুস্থতা দান করুন। আমীন।’’

সৌম্য সরকার লিখেছেন, ‘‘মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মর্মান্তিক ঘটনায় গভীরভাবে মর্মাহত। এই অবিশ্বাস্য কঠিন সময়ে তাদের শক্তি এবং সন্ত্বনা পাওয়ার জন্য প্রার্থনা করছি।’’

রুবেল হোসেন লিখেছেন, ‘‘হে আল্লাহ এই দুর্ঘটনায় যে ছোট ছোট বাচ্চারা, ভাই-বোনরা মারা গিয়েছে, তারেকে আপনি জান্নাতের সর্বোচ্চ স্থান দান করুন, আমিন।’’

সাবেক অধিনায়ক সাকিব আল হাসান লিখেছেন, ‘‘আজ মাইলস্টোন স্কুলে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনা আমাদের সবাইকে গভীরভাবে নাড়া দিয়েছে। একটি শিক্ষাপ্রতিষ্ঠান, যেখানে ভবিষ্যতের স্বপ্নরা গড়ে ওঠে, সেটাই আজ পরিণত হয়েছে শোকস্তব্ধ এক বেদনার স্থলে। এক নিমিষে ঝরে গেছে অনেক তরুণ প্রাণ, নিভে গেছে অগণিত স্বপ্ন। একজন বাবা হিসেবে, একজন বাংলাদেশি হিসেবে, এবং একজন মানুষ হিসেবে এই শোক, এই যন্ত্রণা আমি গভীরভাবে অনুভব করছি। প্রতিটি নিঃশেষিত পরিবারের কষ্ট আমার নিজের বলেই মনে হচ্ছে। আসুন, আমরা সবাই মিলে নিহতদের আত্মার শান্তি কামনা করি এবং আহতদের সুস্থতার জন্য প্রার্থনা করি। এই কঠিন সময়ে আমরা যেন একে অন্যের পাশে দাঁড়াই।’’

বাংলাদেশের সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা লিখেছেন, ‘‘উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত ও মাইলস্টোন স্কুল-কলেজে ঘটে যাওয়া ভয়াবহ এই দুর্ঘটনা আমাদের সকলকে গভীরভাবে নাড়া দিয়েছে। যারা প্রাণ হারিয়েছেন, তাদের পরিবারের প্রতি গভীর শোক, সহানুভূতি জানানোর ভাষা নেই। 

আহত সকলের দ্রুত সুস্থতা কামনা করছি। এই কঠিন সময়ে আসুন, আমরা সবাই একসঙ্গে প্রার্থনায় শামিল হই— হে আল্লাহ, সকলকে হেফাজতে রাখুন এবং এ ধরনের দুর্ঘটনা থেকে আমাদের রক্ষা করুন। আমিন।’’
 

ঢাকা/ইয়াসিন/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়